Advertisement
Advertisement
নমো টিভি

ভোটের শেষে আচমকা উধাও নমো টিভি, রাজনীতির অলিন্দে সমালোচনা

নমো টিভির উত্থান এবং উধাও হয়ে যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন৷

NaMo TV has disappeared from the viewers' set top boxes
Published by: Sayani Sen
  • Posted:May 21, 2019 2:51 pm
  • Updated:May 21, 2019 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভীষ্ট পূরণ হয়ে গিয়েছে। তাই লোকসভা ভোটগ্রহণ পর্ব মিটে যেতেই, খানিকটা চুপিসারেই বন্ধ হয়ে গেল নমো টিভির সম্প্রচার। বিজেপি সূত্রের খবর, ১৭ মে প্রচারপর্ব শেষের পরই বন্ধ হয়েছে চ্যানেলটি। আচমকা নমো টিভির মতো রাজনৈতিক চ্যানেল উধাও হয়ে বিভিন্ন মহলে উঠছে আলোচনা-সমালোচনার ঝড়৷

[ আরও পড়ুন: ভোটের স্বার্থে দ্বিচারিতা? আক্রমণের পর রাজীব গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন মোদির]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নমো টিভি। চলতি বছরের মার্চের শেষ থেকে নিখরচায় এই চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করা শুরু করে টাটা স্কাই, ভিডিওকন ও ডিশ টিভির মতো জনপ্রিয় ডিটিএইচ অপারেটর সংস্থা। নির্বাচন চলাকালীন বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারকে তুলে ধরতেই নমো টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছিল। কিন্তু জন্মলগ্ন থেকেই এই চ্যানেলকে কেন্দ্র করে মাথাচাড়া দেয় বিতর্কও। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নমো টিভির বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিধি লঙ্ঘন করার অভিযোগ জানান বিরোধীরা।  সেই অনুযায়ী প্রচারের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন৷ 

Advertisement

[ আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার এনডিএ-র নাগালের বাইরেই, ইঙ্গিত সমীক্ষায়]

১৯ মে দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের দিনে নমো টিভি দেখতে পেয়েছিলেন আমজনতা৷ কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাতারাতি ধূমকেতুর মতো যার উদয়, হঠাৎই সেট টপ বক্স থেকে নিঃসাড়ে সরে যায় চ্যানেলটি৷ এদিকে সোমবার নমো টিভির সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার কথা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়ে এক বিজেপি নেতা বলেছেন, “এটি বিজেপির প্রচারযন্ত্র ছিল। কিন্তু লোকসভা ভোটগ্রহণ মিটে গিয়েছে। তাই এই চ্যানেলের আর প্রয়োজন নেই। ১৭ মে প্রচার শেষ হতেই বন্ধ করে দেওয়া হয়েছে নমো টিভি।” তবে বিজেপি নেতার কথায় কান নিতে নারাজ রাজনীতিকরা৷ আচমকা নমো টিভির উত্থান এবং উধাও হয়ে যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement