Advertisement
Advertisement

Breaking News

Jeetu Nabanita

‘জীতু আমাকে সোশাল মিডিয়ায় ব্লক করেছে’! দশমীতে বিষণ্ণতার পোস্ট দিয়েও বিস্ফোরক নবনীতা

জীতু-নবনীতার মান-অভিমানের পালা অব্যাহত?

Nabanita Das claims Ex husband Jeetu Kamal blocked her from social media | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 28, 2023 5:07 pm
  • Updated:October 28, 2023 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ছাদের তলায় না থাকলেও জীতু-নবনীতার (Jeetu-Nabanita) মান-অভিমানের পালা সম্ভবত অব্যাহত। একে-অপরে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েই চলেছেন বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে। অনুরাগীদের কৌতূহলও নেহাত কম নয় টলিপাড়ার এই তারকাদম্পতিকে নিয়ে। নবনীতা একাধিকবার সম্পর্ক নিয়ে অকপট থাকলেও জীতুর মুখে কুলুপ! স্ত্রী অভিনেত্রীকে ‘বাচ্চা বউ’ বলে সম্বোধন করে বিষয়টিকে জনসমক্ষে হালকা করতে চাইলেও এবার নবনীতা একেবারে চমকে দেওয়ার মতো কথা বললেন।

কোনওরকম কুণ্ঠাবোধ না রেখেই এক সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি নবনীতা দাস (Nabanita Das) জানিয়েছেন, জীতু কামাল নাকি তাঁকে সোশাল মিডিয়ায় থেকে একেবারে ব্লক করে দিয়েছেন। আসলে বিচ্ছেদের পর থেকেই অভিনেতার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নিত্যদিন একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখা যাচ্ছে। সেগুলো কি নবনীতার চোখে পড়েছে? সেই প্রশ্নের মুখে পড়েই নবনীতার সাফ উত্তর, “জীতু তো আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গায়। আমি ওর কোনও পোস্টই দেখতে পাই না আর। কিন্তু ওর স্টোরি নিয়ে পোর্টালগুলো স্টোরি করে, সেগুলো দেখতে পাই।”

Advertisement

Nabanita Jeetu

[আরও পড়ুন: বালু ঘনিষ্ঠ বাকিবুরের ‘সেফ লকার’ টলিউড? যোগ পার্থ-বান্ধবী অর্পিতারও, ইডির তথ্যে শোরগোল]

শুধু তাই নয়, এবারের পুজোয় বাড়িতেই বিশ্রাম করে কাটিয়েছেন নবনীতা। পঞ্চমী আর ষষ্ঠী শুধু শুটিং করেছিলেন। অভিনেত্রী এর পাশাপাশি এও জানিয়েছেন যে, এবার দশমীতে দুর্গাবরণ করেননি তিনি। সিঁদুরও খেলেননি। জীতুর বাড়ি থেকে আসার পর ফোন, জামাকাপড় সব নতুন কিনেছেন। তাঁর জীবন পাল্টে গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে আচমকাই অভিনেত্রী নবনীতা দাস জীতুর (Jeetu Kamal) সঙ্গে বিচ্ছেদের কথা জানান। পরে জীতুও এই খবরে সিলমোহর দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জীতু-নবনীতার অনুরাগীরা। এর পর থেকেই দুজনের সোশাল মিডিয়া পোস্ট চর্চার বিষয় হয়ে ওঠে।

[আরও পড়ুন: ‘দশম অবতার দেখতে চাই’, প্রসেনজিতের কাছে বিশেষ আবদার মমতার, কী বললেন বুম্বা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement