Advertisement
Advertisement
Adrit Roy

জানুয়ারিতেই বিয়ে করছেন ‘উচ্ছেবাবু’! ঘুচতে চলেছে আদৃতের ‘ব্যাচেলর’ তকমা

সৌরভ-দর্শনার পর ফের টলিপাড়ায় বিয়ের সানাই!

Mithai famed actor Adrit Roy to get married soon? | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 29, 2023 8:08 pm
  • Updated:December 29, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও টলিপাড়ায় বিয়ের সানাই। দিন কয়েক আগেই ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। তারও আগে গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত-পিয়া। যদিও বড়দিনে বন্ধুবান্ধব, ঘনিষ্ঠমহলকে পার্টি দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই নাকি টেলিদর্শকদের প্রিয় ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে।

মাসখানেক ধরেই কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন আদৃত রায়। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও টেলিপাড়ায় অন্দরে দুজনের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই। সেখান থেকেই খবর মিলল, জানুয়ারি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশাম্বি। ইতিমধ্যেই টুকটাক বিয়ের শপিং শুরু করে দিয়েছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]

প্রসঙ্গত, আদৃতের প্রথম বিয়ে ঠিক হয়েও ছাদনাতলা অবধি গড়ায়নি! তবে কৌশাম্বির সঙ্গে খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। বড়পর্দাতেও নাকি দেখা দিতে চলেছেন আদৃত রায়। তাঁর অভিনয় কেরিয়ারের শুরুটা অবশ্য বড়পর্দা থেকেই। তবে ‘মিঠাই’ সিরিয়ালের দৌলতে রাতারাতি তিনি বাংলার হার্টথ্রব হয়ে ওঠেন। এবার সেই উচ্ছেবাবুর ছাদনাতলায় যাওয়ার খবরে যে অনেকের মন ভাঙবে, তা আন্দাজ করাই যায়।

[আরও পড়ুন: ‘এটাও জানো না?’, হিন্দি-বাংলা ভাষা গুলিয়ে ফেলায় সইফ-করণকে ‘ধমক’ শর্মিলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement