সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরের বিদ্রুপের মোক্ষম জবাব দিলেন তিনি। এক টুইটেই মানুষী চিল্লার জানান দিলেন, কেন ১৭ বছর পর বিশ্বসুন্দরীর শিরোপা পেয়েছেন তিনি। থারুরের ‘চিল’ করার ভাষাতেই তাঁকে উত্তর দিলেন চিল্লার। জানিয়ে দিলেন, এমন খুচরো কথাবার্তা সামান্য পরিবর্তন আনতে পারে বটে, তবে যে মেয়ে সদ্য বিশ্ব জয় করে এসেছে তাঁর জীবনে এই ছোট্ট বিদ্রুপ কোনও প্রভাব ফেলতে পারবে না।
Exactly @vineetjaintimes agree with you on this. A girl who has just won the World isn’t going to be upset over a tongue-in-cheek remark. ‘Chillar’ talk is just small change – let’s not forget the ‘chill’ within Chhillar 🙂 @ShashiTharoor https://t.co/L5gqMf8hfi
— Manushi Chhillar (@ManushiChhillar) November 20, 2017
[জানেন, কোন প্রশ্নের উত্তর দিয়ে বিচারকদের মন জয় করেছিলেন বিশ্বসুন্দরী মানুষী?]
বিশ্বসুন্দরী হওয়ার পর মানুষীকে যখন সারা বিশ্ব শুভেচ্ছা জানাচ্ছিল তখনই কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি মন্তব্যে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। কেন্দ্র সরকারকে ব্যঙ্গ করতে গিয়ে শশী লিখে বসেন, আমাদের নোট বাতিল করাটা কত বড় ভুল! বিজেপির বোঝা উচিত ছিল ভারতীয় মুদ্রা বিশ্বকে আধিপত্য বিস্তার করবে, চিল্লার পর্যন্ত বিশ্বসুন্দরী হয়ে গেল।
What a mistake to demonetise our currency! BJP should have realised that Indian cash dominates the globe: look, even our Chhillar has become Miss World!
— Shashi Tharoor (@ShashiTharoor) November 19, 2017
কংগ্রেস নেতার এই টুইটের পরই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। এমন ‘নিম্নমানের’ রসিকতার তীব্র নিন্দা করেন নেটিজেনরা। অনেকেই সাংসদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন। হিন্দি টেলিভিশন তারকা করণ প্যাটেলও তীব্র নিন্দা করেন নেতার মন্তব্যের।
चिल्लर और छिल्लर में अंतर होता है शशि जी ..मतलब राजनीतिक निशाना साधना हो तो कुछ भी ..हद है
— Rishita Mishra (@rishitamishr) November 19, 2017
You said this!!! Unbelievable! Sir, how can anyone at ur stature possibly think like this, leave aside making a tweet.
— Nitish Kumar (@nitishcop) November 19, 2017
Shashi Tharoor apne pichwade pe laat khayega zaroor ….! 😡😡 #CheapJoke #CheapMentality #SICK 😡😡😡 pic.twitter.com/f14AsdPGWP
— Karan Patel (@TheKaranPatel) November 19, 2017
চাপের মুখে শেষে ক্ষমা চাইতে বাধ্য হন শশী। এও জানান, অন্য একটি টুইটে তিনি মেধাবী যুবতীর উত্তরের প্রশংসাও করেছেন। এমনটা তাঁর অভিপ্রায় ছিল না। এই রসিকতা কারও ভাবাবেগে আঘাত করলে তিনি দুঃখিত।
Guess the pun IS the lowest form of humour, & the bilingual pun lower still! Apologies to the many who seem to have been righteously offended by a light-hearted tweet today. Certainly no offence was meant to a bright young girl whose answer i’ve separately praised. Please: Chill!
— Shashi Tharoor (@ShashiTharoor) November 19, 2017
নিজের এই ক্ষমার টুইটেও পরোক্ষে ফের ব্যঙ্গ করে বসেন কংগ্রেস নেতা। চিল্লারের নাম ব্যবহার করেই তিনি নেটিজেনদের ‘চিল’ করার পরামর্শ দেন। তার উত্তরই নিজের টুইটে দিয়েছেন বিশ্বসুন্দরী।
[ফের বিতর্কে মারাঠি ছবি ‘ন্যুড’, এবার পরিচালকের বিরুদ্ধে কাহিনি চুরির অভিযোগ[
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.