Advertisement
Advertisement

শীঘ্রই আসতে চলেছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’

কবে থেকে শুরু হচ্ছে এই শো?

‘Mirakkel Akkel Challenger 10’ launch soon
Published by: Sayani Sen
  • Posted:March 11, 2019 9:28 pm
  • Updated:March 11, 2019 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন অফিসের চাপ৷ বাড়ি ফিরে প্রয়োজন একটু রিফ্রেশমেন্টের৷ আর মন ভাল করতে অনেকেই রিমোট হাতে বসে পড়েন৷ আবারও সেই দাওয়াই নিয়েই টিভির পর্দায় হাজির হচ্ছেন মীর৷ কারণ খুব শীঘ্রই আসতে চলেছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’৷ শোনা যাচ্ছে, অন্যান্য সিজনের চেয়ে এক্কেবারে অন্যরকম অবতারে ধরা দেবেন মীর৷ তাই ইতিমধ্যেই তিনি নাকি জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন৷

[মেগার অঙ্গনে সম্পূর্ণার রহস্যময়ী ‘নজর’]

২০০৬ সালে জি বাংলায় শুরু হয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’৷ প্রতিযোগিতা হলেও এক্কেবারে মজায় পরিপূর্ণ এই অনুষ্ঠান৷ মাত্র কয়েকদিনের মধ্যে মীরের উপস্থাপনায় অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে৷ বিচারকের ভূমিকায় রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র এবং পরাণ বন্দ্যোপাধ্যায়৷ সারাদিন পর বাড়ি ফিরে টিভির রিমোট হাতে বেশিরভাগ মানুষ ‘মীরাক্কেল’ দেখতে টিভির সামনে বসে পড়তেন৷ মুখে মুখে ফিরতে থাকে অনুষ্ঠানের প্রায় ট্যাগলাইন হয়ে ওঠা ‘অসামশালা’৷ প্রথম সিজনে জয়ী হন অতনু বর্মন৷ এরপর একের পর এক বছর স্বমহিমায় মীরাক্কেল নিয়ে দর্শকদের সামনে ধরা দিতে থাকেন মীর৷ সঙ্গে সেই একই হাসিমুখ৷ ২০১৫ সালে মীরাক্কেল সিজন ৯ হয়৷ ৮২টি এপিসোডের সিজনও একইভাবে মন জয় করেছিল দর্শকদের৷ চ্যাম্পিয়ন হয়েছিলেন আদিত্য সরকার, রক্তিমা দাস এবং সুমন গায়েন নামে তিন খুদে৷ এবার পালা পরবর্তী সিজনের৷ অর্থাৎ ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’-এর৷ শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয় তো মীরাক্কেল আবারও সম্প্রচারিত হবে৷ এক্কেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ ইতিমধ্যেই তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন মীর৷ কবে থেকে আবারও দর্শককে হাসাতে ড্রয়িং রুমে ধরা দেবেন মীর, এখনও চূড়ান্ত দিনক্ষণ জানা যায়নি৷ তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি স্বমহিমায় ফিরবেন তিনি৷

Advertisement

[পারিবারিক সম্পর্কের বুননে ছোট পর্দায় আসছে ‘উমার সংসার’]

আবারও ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ দেখতে দেখতে হাসির অপেক্ষায় অনুরাগীরা৷ কবে থেকে আবারও দেখা যাবে মীরকে, সেই দিনক্ষণ জানার অপেক্ষায় উৎসুক তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement