Advertisement
Advertisement
তারকা

তৃণমূলের শহিদ দিবসে গরহাজির একঝাঁক তারকা, কারণ কী?

কারা কারা এলেন না?

Many of Tolly stars are absent at the stage of 21July this year
Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2019 8:14 pm
  • Updated:July 20, 2022 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সমাবেশ৷ তবে এরাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পর থেকে একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে দেখা গিয়েছে তারকা সমাগম৷ টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী থেকে সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্ব, সকলকেই দেখা যায় মঞ্চে উপবিষ্ট অবস্থায়৷ তবে এবছরের একুশে জুলাইয়ে সেই চেনা দৃশ্যে ছন্দপতন৷ তৃণমূলের শহিদ সমাবেশে অনুপস্থিত অনেকেই৷

[আরও পড়ুন: একুশের সভার দিনই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র]

প্রথমেই নজর কাড়ল বেশ কয়েকজন টলিউড তারকার অনুপস্থিতি৷ তৃণমূল ঘনিষ্ঠ প্রযোজক শ্রীকান্ত মোহতা আপাতত জেলবন্দি৷ তাই তিনি নেই৷ এছাড়া তাঁরই হাত ধরে যাঁরা আসতেন, সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, কৌশানি, বনি, এঁরাও নেই৷ মহাসমারোহে তৃণমূলের সদস্য হওয়ার পরও শহিদ দিবসের মঞ্চে ছিলেন না ইন্দ্রাণী হালদার৷ এছাড়া পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা দে’কে রবিবার ধর্মতলার শহিদ সমাবেশে দেখা যায়নি৷

Advertisement

মনে করা হচ্ছে, শ্রীকান্ত মোহতা ঘিরে টলিউডের যে বলয়টি ছিল, সেই গোটা টিমটাই এবছর গরহাজির রইলেন তৃণমূলের শহিদ দিবসে৷ তবে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব দলের সাংসদ হিসেবেই সমাবেশে অংশ নিয়েছেন৷ তবে বিধায়ক হওয়া সত্ত্বেও দেখা গেল না বিধায়ক দেবশ্রী রায়, চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে৷ পরাজিত সাংসদ মুনমুন সেনও এবারের একুশে জুলাইয়ে দলের পাশে ছিলেন না৷ শহিদ সমাবেশের মঞ্চে এদিন দেখা গেল না গায়ক এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনকে৷ যিনি গতবছর পর্যন্তও মঞ্চে উঠে গান গেয়ে, সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছিলেন৷ এবার অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷

[আরও পড়ুন: ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের]

লোকসভা ভোটে রাজ্যে বিজেপির ভাল ফলাফলের প্রভাব পড়েছে বিনোদন জগতেও৷ শাসকদল প্রভাবিত শিল্পী, কলাকুশলীদের সংগঠনকে প্রতিযোগিতায় ফেলতে বিজেপিও একদল অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে এরকমই একটি সমান্তরাল সংগঠন তৈরি করেছে৷ এছাড়া ছোট ও বড়পর্দার একঝাঁক তারকা দিল্লিতে গিয়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ ফলে টলিপাড়ায় এমনিতেই তৃণমূলের শক্তি কিছুটা কমেছে৷ এদিনের মঞ্চে তারকাদের অনুপস্থিতি সেই ছবিটাই যেন প্রকট করে তুলল৷

ছবি: অমিত ঘোষ

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement