Advertisement
Advertisement
Manosi Sengupta

বৃষ্টি ভেজা দিনে শাড়ি পরেই শুয়ে পড়েছেন খোলা ছাদে, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

ছোটপর্দায় বেশ জনপ্রিয় ইনি।

Manosi Sengupta shares Rainy day video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 28, 2023 3:14 pm
  • Updated:June 28, 2023 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে টানা বৃষ্টি। দিনভর আবহাওয়া এমনই থাকবে। জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এমন দিন তো বৃষ্টি ভেজার জন্যই! তাই করেছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। শাড়ি পরেই শুয়ে পড়েছেন খোলা ছাদে। যাতে রিমঝিম ধারার প্রতিটি কণা তাঁকে শরীর-প্রাণ জুড়িয়ে দেয়।

Manasi

Advertisement

ধারাবাহিকে কুচুটে জা মৌমিতা। তবে মানসী মোটেও তা নন। প্রাণখোলা স্বভাবই তাঁর সম্পদ। তাই বৃষ্টির দিন চুটিয়ে উপভোগ করেছেন। লাল পলকা ডটের হলুদ শাড়ি পরেছিলেন মানসী। সেই অবস্থাতেই ছাদে চলে যান। খোলা চুলে বৃষ্টিতে ভিজতে থাকেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)

[আরও পড়ুন: শাহরুখকে নকলের চেষ্টা! ‘রকি অউর রানি’র প্রথম গান প্রকাশ্যে আসতেই ট্রোলড রণবীর]

মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)

টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসতি হয়েছে। এবারে মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অবশ্য মানসী একেবারে অন্যরূপেই ক্যামেরার সামনে ধরা দেন।

[আরও পড়ুন: ‘এ কীরে!’, অরিজিতের ‘পাসুরি’ রিমেক নিয়ে প্রবল বিরক্তি প্রকাশ শোয়েব আখতারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement