Advertisement
Advertisement

Breaking News

Malaika Anurag

ছোটপর্দায় পুজোর আমেজ, ধুনুচি নাচে অনুরাগকে জোর টক্কর মালাইকার, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখলে পুজোর কথা মনে পড়ে যাবে কিন্তু!

Malaika Arora dhunachi dance with Anurag Basu on the sets of Super Dancer Chapter 4 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 12, 2021 6:44 pm
  • Updated:May 12, 2021 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো (Durga Puja) মানেই বাঙালির একরাশ আবেগ। পুজো মানেই ঘরে ফেরা। পুজো মানেই সবকিছু ঠিক হয়ে যাওয়া। কিন্তু গত বছর থেকেই সব হিসেব পালটে গিয়েছে। করোনার (Corona Virus) কারণে কোনওমতে পুজো সারা হয়েছিল। ‘আসছে বছর আবার হবে’, একথাই মনে মনে হয়তো বলেছিলেন অনেকে। কিন্তু এবার পরিস্থিতি আরও খারাপ। কোভিডের (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুজোর প্রস্তুতির বদলে এখন বেড, অক্সিজেন জোগাড়ে ব্যস্ত পুজো কমিটিগুলি। এমন পরিস্থিতিতে অকালেই শরতের আভাস টেলিভিশনের পর্দায় এনে দিতে চলেছে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’ (Super Dancer Chapter 4)। প্রকাশ্যে এসেছে শোয়ের আগাম ঝলক। যাতে ধুনুচি নাচ নাচতে দেখা গেল দুই বিচারক অনুরাগ বসু (Anurag Basu) এবং মালাইকা অরোরাকে (Malaika Arora)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Advertisement

[আরও পড়ুন: টিকার জন্য নাম নথিভূক্ত করাতে পারছেন না? উপায় জানালেন কঙ্কনা]

শোয়ের বিচারক ছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty), অনুরাগ বসু এবং গীতা কাপুর। তবে কিছুদিন আগেই শিল্পা জানান, তিনি বাদে তাঁর পরিবারের প্রত্যেকেই করোনা আক্রান্ত। তার বদলেই বিচারক হিসেবে এসেছেন মালাইকা অরোরা। জানা গিয়েছে, বিশেষ এই এপিসোডে বিভিন্ন প্রদেশের লোকশিল্প নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে আচমকা মালাইকা বাঙালি পরিচালক অনুরাগ বসুর কাছে নাচ শেখার আবদার করেন। ধুতি-পাঞ্জাবি পরা অনুরাগ তাঁকে ধুনুচি নাচ শেখাতে রাজি হয়ে যান। যেমনি বলা, তেমনি কাজ। শাড়ি পরে মালাইকাও অনুরাগের সঙ্গে মঞ্চে চলে আসেন। অল্পক্ষণেই ধুনুচি নাচ রপ্ত করে ফেলেন বলিউড সুন্দরী। দু’জনের এই নাচ বেশ পছন্দ হয় শোয়ের সকলের। ভারচুয়াল জগতের দর্শকরাও উপভোগ করেছেন অভিনেত্রী-পরিচালকের নাচটি।

[আরও পড়ুন: জ্যাকেটের পিছনে আঁকা কালী ঠাকুরের মুখ, নেটদুনিয়ার রোষানলে প্রিয়াঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement