Advertisement
Advertisement

Breaking News

Laboni Sarkar

রাজ চক্রবর্তীর হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন লাবণী সরকার

কোথায় দেখা যাবে? কে কে রয়েছেন? জানালেন রাজ।

Laboni Sarkar and others starts shooting of new Bengali serial produced by Raj Chakraborty | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 5, 2021 2:04 pm
  • Updated:January 5, 2021 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের মার্চ মাসে শুরু হয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিক। সেই সুবাদেই বহুদিন পর ছোটপর্দায় দেখা গিয়েছিল লাবণী সরকারকে (Laboni Sarkar)। ২০১৯ সালের নভেম্বরে শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি। এবার নতুন ধারাবাহিকে টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। তাও আবার রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনায়। নতুন ধারাবাহিক ‘ফেলনা’য় দেখা যাবে লাবণী সরকারকে।

ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালকে জানালেন প্রযোজক রাজ চক্রবর্তী। এও বলেন, লাবণী সরকার ছাড়াও ধারাবাহিকে থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, রেশমি সেন, কপালকুণ্ডলা ধারাবাহিক খ্যাত দেবজ্যোতি। দেখা যাবে সপ্তর্ষি, রোশনি, পুষ্পিতাকেও। প্রতিভা থাকা সত্ত্বেও কীভাবে মহিলাদের অবহেলা করা হয়, সেই কাহিনিই ফুটিয়ে তোলা হবে নতুন এই ধারাবাহিকে। স্টার জলসায় খুব শিগগিরিই শুরু হবে নতুন এই ধারাবাহিকটি। যার জন্য অনেকদিন আগেই রাজ চক্রবর্তীকে কথা দিয়েছিলেন লাবণী সরকার।

Advertisement

[আরও পড়ুন: OMG! বলিউডে কেরিয়ার শুরুর ২ বছরের মধ্যেই ৩৯ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন জাহ্নবী!]

ধারাবাহিকের পাশাপাশি একাধিক সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন লাবণী সরকার। প্রযোজক সোহম চক্রবর্তীর প্রথম ছবি ‘কলকাতার হ্যারি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। অনুশ্রী মেহতার একটি হিন্দি ছবিতেও কাজ করার কথা রয়েছে। সেই ছবিতে আবার নাকি মুখ্য ভূমিকা রয়েছেন রাধিকা আপ্টে। অন্যদিকে বড়পর্দায় মুক্তির অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha)। রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘হাবজি গাবজি’ও (Habji Gabji)। দু’টি ছবির প্রযোজনাতেই রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট (Raj Chakraborty Entertainment)। দু’দিন আগেই আবার যাঁর উত্তরসূরি হিসেবে ছেলে যুভানের (Yuvaan Chakraborty) নাম ঘোষণা করে মজার ছলে এই ছবিটি পোস্ট করেছিলেন রাজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

[আরও পড়ুন: বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইন নিয়মভঙ্গ, আরবাজ ও সোহেল খানের বিরুদ্ধে দায়ের FIR ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement