Advertisement
Advertisement
Koel Mallik

দুর্গারূপে চমক দিলেন কোয়েল মল্লিক, প্রকাশ্যে এল স্টার জলসার ‘মহালয়া’র প্রোমো

১৪ অক্টোবর ভোর পাঁচটায় দেখা যাবে এই অনুষ্ঠান। 

Koel Mallik mahaya promo out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2023 12:37 pm
  • Updated:September 8, 2023 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্য়েই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর তোড়জোড়। পিছিয়ে নেই ছোটপর্দাও। আর তাই তো প্রকাশ্য়ে এল স্টার জলসার মহালয়া অনুষ্ঠানের প্রোমো। যেখানে দুর্গারূপে দেখা মিলল কোয়েল মল্লিককে।

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েলকে। ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও দুর্গা সেজেছিলেন কোয়েল। ২০১৮ এবং ২০১৯, ২০২১ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার স্টার জলসার জন্য দুর্গার বেশে সেজে উঠছেন কোয়েল। ১৪ অক্টোবর ভোর পাঁচটায় দেখা যাবে এই অনুষ্ঠান। 

[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]

আজকাল সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে, নানা ছবি, ভিডিও পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন কোয়েল। বিশেষ করে কোয়েলের ফিটনেস ভিডিও বেশ পছন্দ নেটিজেনদের।

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement