Advertisement
Advertisement
Amitabh Bachchan

‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন ঝলকে কামব্যাকের মন্ত্র শেখালেন করোনামুক্ত অমিতাভ

কী মন্ত্র দিলেন বিগ বি? দেখুন ভিডিও।

Kaun Banega Crorepati KBC 12 latest promo shared by Amitabh Bachchan
Published by: Suparna Majumder
  • Posted:August 30, 2020 7:12 pm
  • Updated:August 30, 2020 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  করোনায় (CoronaVirus) আক্রান্ত হয়ে নিজে দীর্ঘদিন হাসপাতালে ভরতি ছিলেন। ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্য, ছোট্ট নাতনি আরাধ্যাও করোনায় আক্রান্ত ছিল। কিন্তু ৭৭ বছর বয়সেও হার মানতে শেখেননি। কোভিড-১৯-কে (COVID-19) হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ডাক্তারের পরামর্শ মেনে উপযুক্ত বিশ্রাম নিয়ে নিউ নর্মালে শুটিং জীবনে ফিরেছেন। সুরক্ষাবিধি মেনেই শুরু করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC 12) শুটিং। শোয়ের নতুন ঝলকে জানালেন কামব্যাকের মন্ত্র।

[আরও পড়ুন: রবিবারও রিয়াকে সিবিআইয়ের ম্যারাথন জেরা, কোন কোন প্রশ্নের উত্তর চাইছে সিবিআই?]

খুব শিগগিরিই হিন্দি টেলিভিশনে আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১২তম মরশুম। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঞ্চালনা করা একটি মরশুম বাদ দিলে বাকি সব মরশুমেরই সঞ্চালনা করেছেন বিগ বি। ২০০০ সালে যখন সঞ্চালনা শুরু করেছিলেন, টেলিভিশন শোয়ের উপর ভিত্তি করেই নতুন করে বলিউডে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন। এবার করোনা মুক্ত হয়ে নতুন করে কর্মজীবন শুরু করেছেন বিগ বি। সেই কারণেই বোধহয় শোয়ের নতুন ঝলকে দর্শকদের কামব্যাকের মন্ত্র শেখালেন।

Advertisement

রবিবার টুইটারে (Twitter) শোয়ের প্রোমো ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। ভিডিওয় এক প্রতিযোগীর সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। ১০০০ টাকা জিতেই প্রচণ্ড খুশি হন প্রতিযোগী। অবাক অমিতাভ বচ্চন তাঁর কাছে জানতে চান, মাত্র ১০০০ টাকায় কেন এত খুশি? প্রতিযোগী জানান, আগের বার মাত্র ৫০০ টাকায় ব্যবসা শুরু করে ১০ কোটি টাকা আয় করেছিলেন। এবার তাই ১০০০ টাকা দিয়ে শুরু করে খুশি তিনি। এরপরই অমিতাভ বচ্চন বলেন, জীবনে যাই হোক ’setback’-এর জবাব সবসময় ‘comeback’ দিয়েই দেওয়া উচিত।

 

[আরও পড়ুন:সানি লিওনে, মিয়া খলিফার পর নেহা কক্কর! রাজ্যের কলেজের মেধা তালিকায় ফের বিভ্রান্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement