Advertisement
Advertisement
Rani Rashmoni

‘রামকৃষ্ণ’র আশীর্বাদ নিয়েই বিয়ে সারলেন ভাগ্নে ‘হৃদয়’, কাকে মন দিলেন ছোটপর্দার তারকা?

বউভাতে নিমন্ত্রিত 'রানিমা' দিতিপ্রিয়া। বরকর্তা কে থাকছেন?

Rani Rashmoni famous Siddhartha Ghosh weds in the presence of co-star Sourav
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2021 5:00 pm
  • Updated:August 13, 2021 9:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন অভিনেতা সিদ্ধার্থ ঘোষ (Siddhartha Ghosh)। ‘করুণাময়ী রাণী রাসমণি (Rani Rashmoni) উত্তরপর্ব’ ধারাবাহিকে হৃদয় ঠাকুরের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি। রিল লাইফের মামা ও বাস্তব জীবনের বন্ধু রামকৃষ্ণ তথা সৌরভ সাহার (Sourav Saha) উপস্থিতিতে সংগীতশিল্পী দেবতৃষা সেনগুপ্তর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

Karunamoyee Rani Rashmoni Siddhartha Ghosh got married

Advertisement

করোনা (Coronavirus) কালে বিয়ে, তাই বেশি আড়ম্বর করেননি সিদ্ধার্থ। অল্প সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সেরেছেন তিনি। যাঁরা উপস্থিত থাকলেই নয়, তাঁদের উপস্থিতিতেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাকে ধরা দেন। অতিথিদের তালিকায় ছিলেন সিদ্ধার্থর মেন্টর পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। ছিলেন সংগীতশিল্পী ইন্দ্রাণী সেনও। কীভাবে প্রেম হল? প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ জানান, বহুদিন আগে থেকেই দেবতৃষার সঙ্গে পরিচিত। মাঝে বহুদিন দু’জনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। কয়েক মাস আগে ফের ফেসবুকের মাধ্যমে কথা শুরু হয়। তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়ে।

[আরও পড়ুন: Rabindranath Ekhane Kokhono Khete Asenni Review: কেমন হল সৃজিতের দ্বিতীয় ওয়েব সিরিজ?]

জানা গিয়েছে, বেশ কিছু বাংলা ছবিতে গান গেয়েছেন দেবতৃষা।সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করেন। দমদমের শ্রুতিরঙ্গম নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত। ‘করুণাময়ী রাণী রাসমণি’র পাশাপাশি ‘দত্ত অ্যান্ড বউমা’তেও অভিনয় করছেন। বিয়ে ঘরোয়াভাবে সারলেও ১৫ আগস্ট দমদমের বাড়ির কাছে রিসেপশন সারছেন অভিনেতা। সেখানে নিমন্ত্রিত ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), গৌরব চট্টোপাধ্যায় (মথুরামোহন), দেবলীনা কুমার এবং রাসমণি ধারাবাহিকের একাধিক অভিনেতা-অভিনেত্রী। পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন বরকর্তা হিসেবে। উপস্থিত থাকবেন ইন্দ্রাণী সেনও।

Karunamoyee Rani Rashmoni Siddhartha Ghosh got married

সেদিন মেনুতে কী থাকছে? পনির টিক্কা, চিকেন রেশমি কাবাব, ফিশ ফিঙ্গারের মতো স্টার্টার। তারপর থাকছে রিং পরাটা, মাটন বিরিয়ানি, চিকেন চাপের মতো পদ। শেষে মধুরেণ সমাপয়েৎ অর্থাৎ ডেজার্ট তো অবশ্যই থাকছে। পরিবার, পরিজনদের পাশাপাশি অনুরাগীদের শুভেচ্ছা নিয়েই নতুন জীবন শুরু করতে চায় দম্পতি। 

[আরও পড়ুন: বাথটবে শরীর এলিয়ে নগ্ন Kangana Ranaut, ছবি দিয়ে ট্রোলড অভিনেত্রী, মুছলেন পোস্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement