Advertisement
Advertisement

‘নিজের শিকড়কে ভুলে যেও না’, প্রিয়াঙ্কাকে খোঁচা করিনার

শত্রুতা ভুলে এক শোফায় বসলেন দুই বলিউড অভিনেত্রী৷

 Kareena and Priyanka on Koffee With Karan
Published by: Tanujit Das
  • Posted:February 19, 2019 5:26 pm
  • Updated:February 19, 2019 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্যাট ফাইট’ বলিউডের খুব পরিচিত একটি শব্দ৷ বিভিন্ন অভিনেত্রীদের মধ্যে লড়াইকে এই ভাষাতেই বর্ণনা করা হয় সিনেজগতে৷ বলিউড দেখেছে রেখার সঙ্গে জয়া বচ্চনের লড়াই৷ চর্চা হয়েছে শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত বা মাধুরী ও জুহি চাওলার লড়াই নিয়ে৷ লড়াই থাকলেও, দুই বলি সুন্দরীর একসঙ্গে কাজ করার উদাহরণও রয়েছে বলিউডে৷ একই ছবিতে কাজ করেছেন রেখা ও জয়া বচ্চন৷ জুহি-মাধুরীকেও দেখা গিয়েছে ‘গুলাব গ্যাং’ সিনেমাতে৷ এবারও তাই হল৷ দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে আবার এক কাউচে বসলেন দুই বলি সুন্দরী৷ সৌজন্যে অবশ্যই পরিচালক করণ জোহর৷ তাঁর রিয়্যালিটি টক শো ‘কফি উইথ করণ’-এর ফাইনাল এপিসোডে একসঙ্গে আসবেন করিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া৷ কিন্তু এই সাক্ষাতেই এক সময়ের কট্টর প্রতিযোগী প্রিয়াঙ্কাকে খোঁচা দিতে ছাড়লেন না পতৌদি পরিবারের বৌমা৷

[কাশ্মীরে গণভোট চেয়ে বিতর্কে কমল হাসান, পরে সুর বদলের চেষ্টা ]

Advertisement

কয়েক বছর আগেও করিনা ও প্রিয়াঙ্কার ‘ক্যাট ফাইট’ নিয়ে গরমাগরম ছিল বলিউড৷ তা এখন ঠাণ্ডা লড়াইয়ে পরিণত হয়েছে৷ সূত্রের খবর, তাঁদের মধ্যেকার লড়াইয়ের সেই ঝাঁজ নাকি এখনও কমেনি৷ কেবল বন্ধু করণের অনুরোধেই এক কাউচে বসেতে রাজি হয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী৷ কিন্তু তাও সুযোগ পেয়েই একে অপরকে খোঁচা দিতে ছাড়েননি৷ ‘ডমিনেট’ করার চেষ্টা করেছেন অনবরত৷ এমনকী, অফ ক্যামেরা নাকি দু’জনে পরস্পরের সঙ্গে কথাটুকুও বলেননি বলে শোনা গিয়েছে৷ লড়াই যে এখনও জারি রয়েছে তাঁর প্রমাণ পাওয়া গেল অন ক্যামেরাতেও৷ প্রিয়াঙ্কার উদ্দেশ্যে করা করিনার একটা টিপ্পনির মাধ্যমে সেই প্রামাণ পেলেন দর্শকরাও৷

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কফি উইথ করণের’ শেষ এপিসোডের একটি প্রোমো৷ যেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে করণ জোহর প্রশ্ন করছেন৷ তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘বরুণ ধাওয়ান এখন কাকে ডেট করছেন?’ উত্তরে প্রিয়াঙ্কা জানাচ্ছে, ‘জানি না’৷ সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্যে করে করিনা বলছেন, ‘এখন তুমি কেবল হলিউডের খবর রাখ? নিজের শিকড়কে কখনই ভুলে যাওয়া উচিত নয়৷’

[কাপড়ের টুকরো দিয়ে ঢাকা স্তনবৃন্ত, ইন্টারনেটে ঝড় তুললেন কিম]

সূত্রের খবর, ‘কফি উইথ করণ’-এর চলতি সিজনের ফাইনাল এপিসোডে একই আসনে বসতে দেখা যেতে পারে ‘দেশি গার্ল’ ও ‘বেগম’কে৷ শোয়ের সঞ্চালক করণ জোহরের সঙ্গে সু-সম্পর্ক দুই অভিনেত্রীর৷ করণকে পরিবারের একজন সদস্য বলেই মনে করেন ‘বেগম’ করিনা কাপুর খান৷ প্রিয়াঙ্কার সঙ্গেও দীর্ঘদিন ধরেই ভাল সম্পর্ক রয়েছে করণের৷ নিজের উদ্যোগেই এই দুই অভিনেত্রীকে তাঁর শো’তে এক কাউচে বসিয়েছেন করণ৷ শীঘ্রই এই এপিসোডটি সম্প্রচারিত হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement