Advertisement
Advertisement

Breaking News

ডিসেম্বরে চারহাত এক হচ্ছে কপিল শর্মার, পাত্রীটি কে?

কোথায় বসছে বিয়ের আসর?

Kapil Sharma and Ginni Chatrath's tie knot in 12 December
Published by: Sayani Sen
  • Posted:October 22, 2018 8:14 pm
  • Updated:October 22, 2018 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বিয়ের ধুম লেগেছে৷ সদ্যই সামনে এসেছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের তারিখ৷ ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতেই চার হাত এক হচ্ছে দুজনের৷ এবার আবারও বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই৷ এবার প্রেমিকা জিন্নি চারতাহকে নিয়ে ছাদনাতলায় যেতে চলেছেন কপিল শর্মা৷ ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা৷ জলন্ধরেই জিন্নির বাড়ি৷ তাই ওখানেই বিয়ে করবেন কপিল ও জিন্নি৷ বেশ ধূমধাম করেই ছেলেমেয়ের বিয়ে দিতে চায় দুই পরিবারই৷ তাই সেভাবেই বিয়ে হবে তাঁদের৷

[নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন দীপিকা-রণবীর, প্রকাশ্যে বিয়ের কার্ড]

কপিল ও জিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা৷ এর আগে দুজনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল৷ মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷ মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল শর্মা৷ বিয়ের দিন সামনে আসে সোমবার৷ তবে কানাঘুষো শোনা যায় ইতিমধ্যেই বাগদান পর্বও নাকি সেরে ফেলেছেন কপিল-জিন্নি৷ যদিও এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে৷ নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভবার্ডদের দেখা সাক্ষাৎ একটু কমই হয়৷

Advertisement

[ইতিহাস এবার পর্দায়, ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’-এর পরিচালনায় গৌতম ঘোষ]

পরিচালক করণ জোহরের শোয়ে এসে কপিল আগেই জানিয়েছিলেন, তাঁর মা চান ছেলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসুক৷ এবার মায়ের স্বপ্নপূরণ হতে চলেছে৷ আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা৷ জলন্ধরেই বসবে বিয়ের আসর৷ ব্যবসায়ী পরিবারের মেয়ে জিন্নির বিয়ে ধূমধাম করেই দিতে চান তাঁর বাবা৷ সেভাবেই হবে বিয়ে৷ ১৪ ডিসেম্বর মুম্বইতে হবে রিসেপশন৷ কপিল বলেন, ‘‘যখন দাদার বিয়ে হয়, তখন আমি বেকার ছিলাম৷ তাই খুব ছোট করেই বিয়ে হয়েছিল৷ কয়েকদিন আগে বোনের বিয়ে হয়৷ তখন আমি কাজ করতাম৷ তাই সামর্থ্য অনুযায়ী বিয়ে দিয়েছি৷ ধূমধাম করেই নিজের বিয়ের অনুষ্ঠান সারতে চাই৷’’ তবে আমন্ত্রিতদের তালিকায় কে থাকবেন, তা এখনও জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement