সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’কে টেক্কা দিতে নতুন রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। আর তাঁর সঞ্চলনা করতে চলেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর সত্যি হলে, ওয়েব প্ল্যাটপর্মে দেখা যাচ্ছে নতুন এই শো।
দু’দিন আগেই ‘বিগ বস’ (Bigg Boss) শোয়ের ১৫তম মরশুম শেষ হয়েছে। জয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ। পরবর্তী মরশুম আসতে এখনও বেশ কয়েকমাস দেরি। এর মধ্যেই নাকি নিজের নতুন শোয়ের ঘোষণা করে ফেলতে পারেন একতা কাপুর। ‘বিগ বস’-এর মতোও এই শোয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে প্রতিযোগীদের থাকতে হবে। তাঁদের প্রতিমুহূর্তের গতিবিধি রেকর্ড করা হবে।
খুব সম্ভবত একতা কাপুরের ওয়েব প্ল্যাটফর্ম অল্ট বালাজি (Alt Balaji) এবং এমএক্স প্লেয়ারে (MX Player) দেখানো হবে নতুন এই রিয়ালিটি শো। যা সঞ্চালনা করবেন কঙ্গনা রানাউত। নতুন শোয়ের মাধ্যমেই ওয়েব দুনিয়া ডেবিউ করছেন অভিনেত্রী। এই প্রথমবার কোনও শো সঞ্চালনা করতে দেখা যাবে তাঁকে। সপ্তাহের সাতদিন এবং দিনের ২৪ ঘণ্টা এই শো দেখতে পারবেন দর্শকরা।
‘বিগ বস’ শোয়ের প্রথম মরশুমের সঞ্চালনা করেছিলেন আরশাদ ওয়ারসি। অমিতাভ বচ্চন, শিল্পা শেট্টি, সঞ্জয় দত্তকেও এই শোয়ের সঞ্চালনা করতে দেখা গিয়েছে। স্পেশ্যাল কিছু এপিসোড সঞ্চালনা করেন ফারহা খান। কিছুদিন আগে ‘বিগ বস OTT’র সঞ্চালনা করেন করণ জোহরও। কিন্তু সলমন খান (Salman Khan) যবে থেকে এই শোয়ের সঞ্চালক হিসেবে এসেছেন, তবে থেকে তিনিই যেন এই শোয়ের প্রধান মুখ হয়ে উঠেছেন। তেমনই একটি শোয়ের সঞ্চালক হিসেবে কঙ্গনা রানাউত আদৌ গ্রহণযোগ্য হবেন কিনা, তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.