Advertisement
Advertisement
Kali Puja 2024

কালীপুজোর আগেই শ্রুতির স্বপ্নে বড়মা, তার পর…

কেমন ছিল অভিনেত্রীর অনুভূতি?

Kali Puja 2024: Shruti Das saw Naihati's Boro Maa in her dream just before the festival
Published by: Suparna Majumder
  • Posted:October 29, 2024 2:33 pm
  • Updated:October 29, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর অথচ সুন্দর। তীব্র চোখের চাহনি, তবে বিশাল প্রতিমার দর্শন পেলেই অন্তরে ভক্তিরসের সঞ্চার হয়। এমনই নৈহাটির বড়মা। কালীপুজোর (Kali Puja 2024) ঠিক আগে দেবী স্বপ্নে দেখা দিলেন অভিনেত্রী শ্রুতি দাসকে (Shruti Das)। কেমন ছিল সেই অনুভূতি, সোশাল মিডিয়ায় জানালেন বাংলা টেলিভিশনের ‘রাঙা বউ’।

Shruti Das

Advertisement

অরিন্দম ভট্টাচার্যর চিত্র পরিকল্পনায় মডেল পিয়াই দত্তকে বড়মার রূপ দিয়েছেন মেকআপ শিল্পী সুরঞ্জন দাস। অলঙ্কার সৌজন্যে চন্দ্রাণী ধামালি। প্রতিমা মৃণ্ময়ী না চিন্ময়ী? এক নজরে দেখে বলা মুশকিল। তারই ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, ‘স্বপ্ন দেখলাম বড়মাকে অনেক উঁচুতে উঠে বরণ করছি। ঘুম থেকে উঠে দেখি বেশিরভাগ পোস্ট ওনাকে নিয়ে। জয় বড়মা। কপালে থাকলে আবার তোমায় একদিন দেখতে যাব মা। সুরঞ্জন মেকআপটা ভালো হয়েছে।’

 

প্রসঙ্গত, গত বছর নৈহাটির বড়মার পুজোর একশো বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কষ্টি পাথরের মূর্তি। সেখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন শুরু হয় ২১ ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। পুজোয় কয়েকশো সোনা ও রুপোর গয়নায় প্রতিমা সাজানো হয়। বির্সজনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে।

Kali Puja 2024: History of Naihati Boro Ma

পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড়মার আরাধনার পরই শহরের অন্যত্র শুরু হয় পুজো। ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়া ব্যবস্থা শুরু করেছে কমিটি। এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসছে বিশাল এলইডি স্ক্রিন। ভক্তদের বিশ্বাস মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। সেই থেকেই উঠে এসেছে, ‘ধর্ম হোক যার যার, বড়মা সবার’ প্রবাদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement