Advertisement
Advertisement

Breaking News

জিতু-নবনীতার বিয়ে

রিয়েল লাইফে সাত পাকে বাঁধা পড়ছে টলিউডের জনপ্রিয় জুটি

শুটিং সেটেই মন দেওয়া-নেওয়া করেন দু’জনে৷

Jeetu Kamal and Nabanita Das to tie knot in 6 May
Published by: Sayani Sen
  • Posted:April 17, 2019 1:50 pm
  • Updated:April 17, 2019 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় আবারও বাজতে চলেছে সানাই৷ কারণ, আর মাত্র কয়েকটা দিন পরই চার হাত এক হতে চলেছে নবনীতা এবং জিতুর৷ আগামী ৬ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে৷ নিয়ম মেনে তার ঠিক একদিন পরেই সোদপুরের বাড়িতে হবে রিসেপশন৷

[ আরও পড়ুন: মা হলেন অভিনেত্রী পায়েল, কী নাম রাখলেন ছেলের?]

‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘মিলন তিথি’-সহ একাধিক মেগা সিরিয়ালের চেনা মুখ জিতু কমল৷ বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন জিতু৷

Advertisement

JEETU_NABANITA

নবনীতার পরিচিতিও কিন্তু কম নয়৷ বর্তমানে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে কাজ করছেন তিনি৷

NABANITA-DAS

শুটিং সেটে তাই অনেকটা সময় একসঙ্গে কেটে যায় জিতু-নবনীতার৷ কিন্তু সময় যত গড়াতে থাকে, ততই বাড়তে থাকে দু’জনের ঘনিষ্ঠতা৷ বুকের বাঁ-দিকে নবনীতার জন্য নাকি মাঝেমধ্যেই মোচড় দিত জিতুর৷ কিন্তু সেটা প্রেম কিনা, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগে যায়৷ কারণ, এর আগেও বেশ কয়েকবার প্রেমে পড়েছেন জিতু৷ তবে এক্কেবারে মাটির মানুষ নবনীতাকে ভাল না বেসে কি বেশিদিন থাকা যায়? তাই তো শুটিংয়ের ফাঁকে হয়ে যায় মন দেওয়া-নেওয়া৷

[ আরও পড়ুন: ডুয়ার্সে কী করছে টিম ‘জয়ী’, জানেন?]

JEETU_NABANITA

[ আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’]

কয়েকদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কারও পক্ষে সম্ভব নয়৷ তাই জিতু এবং নবনীতা বিয়ের সিদ্ধান্ত নেন৷ এদিকে, আবার জিতুর বাড়ি থেকে বিয়ের চাপ ছিল৷ বাড়িতে বলেই ফেলেন মনের মানুষের কথা৷ একথা শোনার পর এক মুহূর্তও সময় নষ্ট করতে চাননি তাঁর পরিজনেরা৷ সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায় দুই বাড়িতেই৷ দুই পরিবারের সম্মতিতেই আগামী ৬ মে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের লাভ বার্ডস৷ সময় এক্কেবারে নেই৷ তাই শুটিংয়ের ব্যস্ত শিডিউল সামলে চলছে জোরকদমে কেনাকাটি৷ নববর্ষের দিনই বিয়ের কার্ডও ছাপাতে দিয়ে এসেছেন টলিউডের সেলেব জুটি৷ আগামী ৮ মে সোদপুরের বাড়িতেই হচ্ছে দু’জনের রিসেপশন৷ 

JEETU_NABANITA

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement