Advertisement
Advertisement

Breaking News

অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু, টেলিভিশনে আসছেন এই কিংবদন্তি অভিনেত্রী

নিজের নতুন ভূমিকা নিয়ে কী বললেন নায়িকা?

Jaya Prada to appear as television ‘Saas’
Published by: Suparna Majumder
  • Posted:August 25, 2018 7:18 pm
  • Updated:August 25, 2018 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কৃষ্ণ রাও। পেশায় তেলুগু ছবির ফিনান্সার। বাড়িতে কন্যা সন্তানের জন্ম হল। নাম রাখলেন ললিতা রানি। বড্ড ভাল নাচত মেয়েটা। ১৪ বছর বয়সে স্কুলের অনুষ্ঠানে ছিল পারফরম্যান্স। সেখানেই চোখ পড়ে গেল প্রখ্যাত পরিচালকের। নিজের ছবিতে নাচের অফার দিলেন কিশোরীকে। ১০ টাকা পারিশ্রমিক পেয়েছিল ললিতা। কিন্তু ছোট্ট নাচের দৃশ্য তেলুগু চলচ্চিত্রের দর্শকদের ভীষণ পছন্দ হয়ে যায়। ফল, একের পর এক সিনেমার অফার। মাত্র ১৭ বছর বয়সেই ললিতা দাক্ষিণাত্যের সুপারস্টার জয় প্রদা।

Advertisement

[টিআরপি যুদ্ধ অনেকটাই জীবনযুদ্ধের মতো, কেন এ কথা বিক্রমের মুখে?]

বলিউডে জয়া পা রেখেছিলেন ১৯৭৯ সালে। ঋষি কাপুরের বিপরীতে ‘সরগম’ ছবিতে। তারপর সেখানেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। জিতেন্দ্র থেকে অমিতাভ বচ্চন¸ সকলের সঙ্গেই স্ক্রিনস্পেস শেয়ার করে হাততালি কুড়িয়েছেন। আটের দশকের হার্টথ্রব হয়ে উঠেছিলেন জয়া। কিন্তু সময়ের নিয়মে সকলকেই একদিন আসন স্মৃতির ভরসায় রেখে ছেড়ে যেতে হয়। জয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এবারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাও আবার হিন্দি টেলিভিশনে। খুব শিগগিরিই হিন্দি সিরিয়াল ‘পারফেক্ট পতি’-তে দেখা যাবে তাঁকে। ছবিতে শাশুড়ির চরিত্রে রয়েছেন জয়া। তবে সিরিয়ালের চেনা পরিচিত শাশুড়ি নয়, তিনিই হয়েছেন আধুনিক শাশুড়ির প্রতিচ্ছবি। ঘরের পাশাপাশি যিনি পারিবারিক ব্যবসাও সামলান।

সিরিয়ালে জয়ার ছেলের চরিত্রে দেখা যাবে আয়ুষ আনন্দকে। তাঁর বিপরীতে রয়েছেন সায়ালি সঞ্জীব। টেলিভিশনের জগতে নিজের আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বসিত জয়া। সম্প্রতি সিরিয়ালের আনুষ্ঠানিক লঞ্চ হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন নায়িকা। জানান, দ্বিতীয় এই ইনিংসের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তাঁর বিশ্বাস নতুন কিছু টেলিভিশনের দর্শকদের উপহার দেবে ‘পারফেক্ট পতি’। খুব শিগগিরিই বোকাবাক্সের দর্শকরা নতুন ধরনের শাশুড়ির সম্মুখীন হবেন। আর তাঁর নতুন এই রূপ বেশ পছন্দ হবে তাঁদের।

[অচলাবস্থা কাটিয়ে চেনা ছন্দে স্টুডিওপাড়া, শুরু সিরিয়ালের শুটিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement