Advertisement
Advertisement

Breaking News

Bigg Boss 14

রক্তাক্ত ‘বিগ বস ১৪’! রাখি সাওয়ান্তের নাক ফাটালেন অভিনেত্রী জাসমিন ভাসিন

দেখুন ভিডিও।

Jasmin Bhasin and Rakhi Sawant's catfight gets ugly in Bigg Boss 14 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 29, 2020 4:39 pm
  • Updated:December 29, 2020 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবারই নতুন নতুন বিতর্কের জন্ম হয় রিয়ালিটি শো বিগ বস’-এর (Big Boss 14) অন্দরমহলে। এবার রক্তাক্ত কাণ্ড ঘটল। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন এপিসোডের প্রোমো। আর তাতে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) দাবি, তাঁর ফাটিয়ে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী তথা শোয়ের প্রতিযোগী জাসমিন ভাসিন (Jasmin Bhasin)।

রিয়ালিটি শোয়ের নতুন মরশুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরনো মরশুমের প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি। প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তাঁর যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি। রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি (Aly Goni) ও তাঁর প্রিয় বান্ধবী জাসমিন ভাসিন। জাসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন। এর পরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তাঁর নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ২০২০ সালে বিপুল লোকসানের মুখে বলিউড, ক্ষতির পরিমাণ জানলে চমকে যাবেন]

বিগ বসের ঘরে কথাযুদ্ধ, ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নাক ভেঙে দেওয়ার মতো  ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। তবে দর্শকদের অনেকের দাবি, রাখি অতিরিক্ত নাটক করছেন। এমন কিছুই তাঁর হয়নি। ইচ্ছে করেই জাসমিনকে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন তিনি। আসল ঘটনা যাই হোক, তার চুলচেরা বিশ্লেষণ হবে সঞ্চালক সলমন খানের (Salman Khan) উইকএন্ড এপিসোডে।   সেখানেই সপ্তাহান্তে প্রতিযোগীদের ক্লাস নেন সলমন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement