Advertisement
Advertisement

Breaking News

Ankita Mallick

‘স্বয়ম্ভু’ সৌম্যর সঙ্গে প্রেম করছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা? টলিপাড়ায় জোর গুঞ্জন

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঙ্কিতা ও সৌম্যর নাচের ভিডিও।

jagadhatri Tv Serial Actor Ankita Mallick and Soumadip Mukherjee dating| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 4, 2024 6:49 pm
  • Updated:January 4, 2024 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিআরপির তালিকায় প্রথম দিকেই থাকে টেলিধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেছে এই সিরিয়াল। তবে শুধু, ধারাবাহিকের গল্প নয়, ‘জগদ্ধাত্রী’র জুটি অঙ্কিতা ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ও দারুণ হিট। টলিপাড়ার নতুন গুঞ্জন হল, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের এই হিট জুটি নাকি বাস্তবেই প্রেম করছেন!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soumyadeep Mukherjee (@soumya18_)

Advertisement

[আরও পড়ুন: অনেক কাজ হয়েছে! এবার মা হতে চাইছেন দীপিকা পাড়ুকোন, রাহাকে দেখেই সিদ্ধান্ত?]

সম্প্রতি সৌম্য ও অঙ্কিতা সিরিয়ালের বাইরে সোশাল মিডিয়াতেও ভাইরাল। একসঙ্গে রিল বানিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন তাঁরা। আর রিলের দৌলতেই সৌম্য-অঙ্কিতার প্রেমের গুঞ্জন। অনেকেই সোশাল মিডিয়ায় অভিনেতাদের প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনারা কি প্রেম করছেন?’

এই গুঞ্জন কানে এসেছে সৌম্য ও অঙ্কিতারও। তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ তাঁদের। সৌম্য অবশ্য সংবাদমাধ্যমকে আগে জানিয়ে ছিলেন ‘এসব রটনা। উই আর জাস্ট ফ্রেন্ডস।’ সৌম্য এসব বললেও, অঙ্কিতা কিচ্ছুটি বলছেন না। আপাতত তিনি মন দিতে চান শুধুই কেরিয়ারে। 

একদিকে টলিপাড়ায় বিয়ের সানাই। সদ্য বিয়ে করেছেন দর্শনা ও সৌরভ। সেই আবহেই টলিপাড়য় প্রজাপতির আনাগোনা শুরু। সেই আবহেই রটে গিয়েছে সৌম্য ও অঙ্কিতার প্রেমের গল্প। তবে জুটি কিছু স্বীকার না করলেও, কথায় আছে যা রটে তার কিছু তো বটে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Mallick (@_ankita_mallick_)

 

[আরও পড়ুন: রাত-বিরেতে হুডিতে মুখ ঢেকে কোথায় গেলেন শাহরুখ? ভাইরাল ভিডিও]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement