Advertisement
Advertisement
Sonalee Chaudhuri

অতিমারীর আবহে খুশির খবর, মা হলেন অভিনেত্রী সোনালি চৌধুরী

ছড়া লিখে বান্ধবীকে শুভেচ্ছা জানালেন অভিনেতা বিশ্বনাথ।

It's a Baby boy for Bengali Actress Sonalee Chaudhuri | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 13, 2021 5:09 pm
  • Updated:May 13, 2021 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর (Corona Pandemic) আবহে যখন চারদিকে শুধু বেড, অক্সিজেন, ওষুধের হাহাকার। মৃত্যু সংবাদ প্রায় রোজনামচা হয়ে গিয়েছে। ঠিক এমন সময়ই খুশির খবর টলিউডে (Tollywood)। মা হলেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonalee Chaudhuri)। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

‘অগ্নিপরীক্ষা’, ‘মা’ থেকে ‘জল নূপুর’, ‘ইচ্ছে নদী’- বছরের বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকদের মনোরঞ্জন করেছেন সোনালি। একাধিক সিনেমায় অভিনয় করেছেন।  করোনা (Corona Virus) কালেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। অভিনেত্রীকে সাধও খাইয়েছিলেন বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। আরেক বন্ধু বিশ্বনাথ বসুর (Biswanath Basu) ফেসবুক পোস্টের সৌজন্যে খুশির খবরটি জানা যায়। ছড়ার মাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথ লিখেছেন,
“বেশ লাগছে বাহ সোনালি
মা হবার খবর শোনালি
পুত্র সন্তান,খবর দিলি রাতে
তোর সন্তান যেন থাকে দুধে ভাতে”

Advertisement

[আরও পড়ুন: ‘মৃত্যুর পর না কেঁদে বেঁচে থাকতে কিছু একটা করুন’, প্রধানমন্ত্রী মোদির কাছে আরজি মীরের]

বিশ্বনাথের পোস্ট থেকেই জানা যায়, বুধবার রাতে সন্তানের জন্ম দিয়েছেন সোনালি চৌধুরি। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে বলে খবর। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এবং তাঁর স্বামী রজতের ইচ্ছে ছিল মেয়ে হবে। তাই প্রচুর মেয়ের নাম ভেবে রেখেছিলেন। তবে ছেলে হওয়াতেও বেশ খুশি তিনি। এখন ছেলের নাম ভাবার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

সোনালি আরও জানিয়েছেন, তাঁর স্বামী রজত ফুটবলের ভক্ত। তাই ছেলে হয়েছে শুনেই নাকি বলেছিলেন অলিভার কান এসে গিয়েছে। জার্মানির প্রাক্তন গোলকিপার অলিভার কান (Oliver Kahn) রজতে অন্যতম পছন্দের খেলোয়াড়। ইতিমধ্যেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কঠিন সময়ে প্রিয় অভিনেত্রীর জীবনের এই খুশির খবর বড় পাওনা সকলের কাছে। 

[আরও পড়ুন: ​‘রাধে’ হয়ে দর্শকদের প্রত্যাশা কি পূরণ করতে পারলেন সলমন? পড়ুন ফিল্ম রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement