Advertisement
Advertisement

Breaking News

সলমনের ‘বিগ’ ঘরেই প্রেমে পড়লেন অন্তরা!

শোনা যাচ্ছে বিগ ঘরে পৌঁছেই প্রেমে পড়েছেন এই বাঙালি কন্যে৷

Is Something Cooking between manoj Punjabi and Mona Lisa in Big Boss 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 2:42 pm
  • Updated:January 7, 2020 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের ‘বিগ’ ঘরে যেদিন থেকে তিনি পা রেখেছেন, সেদিন থেকেই প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা৷ এবার আরও একবার তাঁকে নিয়ে শুরু হল জল্পনা৷ শোনা যাচ্ছে এ ঘরে পৌঁছেই প্রেমে পড়েছেন এই বাঙালি কন্যে৷

বিতর্ক বিগ বস-এর নিত্যসঙ্গী৷ সেই আগুনেই ঘি দিলেন মোনালিসা ও মনোজ পাঞ্জাবি৷ ঘরের অন্যান্য বাসিন্দাদের মতে, তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে৷ এবারের বিগ ঘরে তাঁরাই সম্ভবত প্রথম ‘কাপল’ হতে চলেছেন৷ কেন এরকমটা মনে হচ্ছে বাকিদের? জানা যাচ্ছে, মোনালিসার সঙ্গ পেতে বেশ কাঠখড়ই পোড়াচ্ছেন মনোজ৷ নানা কাজে তাঁকে সাহায্য তো করছেনই, এছাড়া বাকিদের সঙ্গে কীভাবে দূরত্ব বজায় রেখে চলতে হবে সে ব্যাপারে পরামর্শও দিচ্ছেন৷ কারও কথায় না ভুলে নিজের মন যাতে সায় দেয় সেইমতোই সিদ্ধান্ত নিতে নাকি মোনালিসাকে বেশ বোঝাচ্ছেন মনোজ৷ তাঁদের রকমসকম দেখে বাকিরাও বিষয়টি আঁচ করেছেন৷ এই ক’দিনের মধ্যেই যেরকম ঘনিষ্ঠতা দেখা দিয়েছে দু’জনের মধ্যে, তাতে সম্পর্কে প্রেমের আভা দেখা অমূলক কিছু নয় বলেই মনে করছেন বাকিরা৷

Advertisement

মোনালিসার লাস্যে শুরুতেই ঝড় সলমনের ‘বিগ’ ঘরে )

তবে সত্যিই কি দু’জনে প্রেমে পড়েছেন! হাজার হলেও এটি প্রতিযোগিতা৷ এবং সেখানে নিজে জেতাটাই আসল কথা৷ প্রেম নাকি এও আসলে যুদ্ধ জেতার হাতিয়ার? আপাতত সে ব্যাপারে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন৷ তবে দর্শক বলছেন, যা রটে তার কিছু তো বটে!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement