সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সবে ‘বিগ বস OTT’ জিতেছেন। প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এই খেতাব জিতে রেকর্ড গড়েছেন। এবার কী করতে চলেছেন ইউটিউবার এলভিশ যাদব (Elvish Yadav)? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, রিয়ালিটি শো জিতেই নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন হরিয়ানার যুবক। সত্যিই কি তাই? নিজেই দিলেন জবাব।
পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব, মনীশা রানির মতো প্রতিযোগীদের হারিয়ে ‘বিগ বস OTT’র দ্বিতীয় মরশুমের খেতাব জিতেছেন এলভিশ। শোয়ের ২৬তম দিনে তিনি এন্ট্রি নিয়েছিলেন। তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সেই জনপ্রিয়তার জোরেই সঞ্চালক সলমন খানের হাত থেকে জয়ীর ট্রফি নেন। ট্রফি নিয়ে হরিয়ানার ফিরে শুরু হয় উৎসব।
এলভিশের জন্য বিশাল সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে আবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর যোগ দিয়েছিলেন। এলভিশের ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপরই এলভিশের গেরুয়া শিবিরের যোগদানের গুঞ্জন ছড়াতে থাকে। ব্যাপার কী? তা খোদ ইউটিউবারই জানালেন।
Chief Minister Shri Manohar Lal Khattar Ji felicitates @ElvishYadav, making it a proud moment for All of Us
Haryana Ke Chore Ne Sabka SYSTUMM hang Rakha hai
Someone Said:
Yadav Ji ki Pohoch Uper Tak hai
Do you Remember ?#ElvishIsTheEntertainer #ElvishIsTheSassiest… pic.twitter.com/Utmrqe15W9— Elvish Yadav Official FC™ (@Elvish_Official) August 20, 2023
সংবাদমাধ্যকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এলভিশ বলেন, “মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের আসাটা সত্যিই খুব সম্মানের ছিল। উনি আমার কাজের প্রশংসা করেছেন। আর ভবিষ্যতের কথা যদি বলতে হয় তাহলে বলব, আমি এখনও কিছুই ঠিক করিনি। হরিয়ানার মুখ্যমন্ত্রী আমায় শুধু আশীর্বাদ করতে এসেছিলেন।” ‘বিগ বস OTT’ জেতা তাঁর কাছে এখনও স্বপ্নের মতো বলেই জানান তরুণ ইউটিউবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.