Advertisement
Advertisement
Ekta Kapoor

আগেই মা হয়েছিলেন, এবার কি বিয়ের পিঁড়িতে বসছেন একতা কাপুর? নেটদুনিয়ায় জোর জল্পনা

কাকে মন দিলেন টেলিভিশন জগতের ক্যুইন?

Is Ekta Kapoor going to get married? her cryptic post has left fans wondering | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 16, 2020 6:50 pm
  • Updated:December 16, 2020 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জানুয়ারিতেই স্যারোগ্যাসির মাধ্যমে মা হয়েছিলেন। নিজেই জানিয়েছিলেন সেই সুখবর। এবার কি নতুন কোনও সুখবর দিতে চলেছেন একতা কাপুর (Ekta Kapoor)? এবার কি সাত পাকে বাঁধা পড়বেন হিন্দি টেলিভিশন জগতের সম্রাজ্ঞী! তাঁর পোস্ট করা একটি ছবি এবং ক্যাপশন ঘিরেই এখন চলতে জোর জল্পনা।

ব্যাপারটা তাহলে আরও একটু খুলে বলা যাক। সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বন্ধু তনবীরের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন প্রযোজক একতা। যেখানে একে পরের অনেকটাই কাছাকাছি তাঁরা। তবে ছবির থেকেও বেশি তার ক্যাপশন ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি লিখেছেন, “এই যে আমরা। শীঘ্রই সবাইকে সব বলব।” তবে শুধু একতাই নন, তনবীর নিজেও ছবি পোস্ট করে লিখেছেন, “খুব এক্সাইটেড তবে স্থায়ী।” স্বাভাবিকভাবেই এমন সব ক্যাপশন দেখে কৌতূহল বাড়ে অনুরাগীদের। অনেকেই প্রশ্ন করেন, তবে কি তাঁরা এবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন? এ প্রশ্নের সরাসরি জবাব না দিলেও তনবীর লেখেন, “এবার বন্ধুত্বকে সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলার সময় হয়ে গিয়েছে।” অর্থাৎ অদূর ভবিষ্যতে একতাকে রিল লাইফে কনের বেশে দেখলে আর অবাক হওয়ার কিছু থাকবে না।

Advertisement

[আরও পড়ুন: মাদক মামলায় সমন পেয়েও এলেন না অর্জুন রামপাল, চাইলেন অতিরিক্ত সময়]

একটি বিনোদন কোম্পানির কর্ণধার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর তনবীরের (Tanveer Bookwala) সঙ্গে একতা বন্ধুত্ব অনেকদিনেরই। অতীতে একতার প্রযোজনা সংস্থাতেও কাজ করেছেন তনবীর। এর আগেই নিজেদের ভারচুয়াল দেওয়ালে একাধিক ছবি পোস্ট করেছেন তাঁরা। কখনও কাজের সূত্রে তো কখনও বন্ধুত্ব সেলিব্রেট করতে। তবে এবার তাঁদের কেমিস্ট্রি অনেকটাই অন্যরকম ঠেকেছে নেটিজেনদের। ছেলে রবি এবং তনবীরকে নিয়ে হয়তো নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন জিতেন্দ্রকন্যা।

[আরও পড়ুন: শরীরী আবেদন ও নেপথ্য যন্ত্রণার কাহিনি নিয়ে প্রকাশ্যে রিচা চাড্ডার ‘শাকিলা’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement