Advertisement
Advertisement
Ambarish Bhattacharya

হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন অম্বরীশ! জল্পনা তুঙ্গে

কবে থেকে শুরু শুটিং?

Is Ambarish Bhattacharya working in Hindi Serial? Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:December 2, 2024 8:14 pm
  • Updated:December 2, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হোক বা সিরিয়াল, বাংলা ইন্ডাস্ট্রিতে সুদক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অম্বরীশ ভট্টাচার্য। আবার ভালো গানও গাইতে পারেন। এমন তারকাকে এবার দেখা যাবে হিন্দি সিরিয়ালে। এমনই গুঞ্জন টলিপাড়ায়।

Amitabh-Ambarish-2

Advertisement

মুম্বইয়ে এর আগেও কাজ করেছেন অম্বরীশ। তাও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে। দুটি বিজ্ঞাপনে বিগ বি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অম্বরীশ। যার মধ্যে একটির পরিচালক আবার ছিলেন সুজিত সরকারের মতো পরিচালক। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি নজর কাড়েন অম্বরীশ। বর্তমানে অভিনেতা ‘রোশনাই’ সিরিয়ালের সঙ্গে যুক্ত। হিন্দি সিরিয়ালের অফার কীভাবে?

শোনা যাচ্ছে, এক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন অম্বরীশ। তার সূত্রেই নাকি এই অফার আসে। বিজ্ঞাপনের পরিচালক অম্বরীশকে হিন্দি সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব দেন। সূত্রের খবর মানলে, অম্বরীশ যে চরিত্রে অভিনয় করবেন তা এক বাঙালির। সেই কারণেই নাকি বাঙালি অভিনেতার খোঁজ চলছিল। ইতিমধ্যেই নাকি পাইলট এপিসোডের শুটিং হয়ে গিয়েছে এবং সেখানে অম্বরীশ ছিলেন। চলতি মাসে এপিসোডের শুটিংও শুরু হওয়ার কথা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ambarish Bhattacharya (@ambarish_bhattacharya)

ধারাবাহিকের নাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। শোনা গিয়েছে, অন্যান্য চরিত্রে অভিনেতা ঠিক হলেই তা জানানো হবে। এখনও অম্বরীশের সোশাল মিডিয়া প্রোফাইলেও এই সংক্রান্ত কোনও খবর নেই। সেখানে দিন চারেক আগে মহেন্দ্র সিং ধোনি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অম্বরীশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ambarish Bhattacharya (@ambarish_bhattacharya)

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement