সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানিমূলক কথার্বাতা? ভিডিও পোস্ট করে বিপাকে পড়লেন ‘হিন্দুস্তানি ভাউ’ (Hindustani Bhau)। ধর্ম নিয়ে হিংসা-হানাহানির উসকানি দেওয়ার জেরে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বরখাস্ত করল ফেসবুক কর্তৃপক্ষ।
‘হিন্দুস্তানি ভাউ’, রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’ (Bigg Boss 13) আর নানবিধ বিতর্কের জেরে এই নামটি এখন সবার কাছেই অতি পরিচিত হয়ে উঠেছে। সেই ব্যক্তিই সম্প্রতি সাম্প্রদায়িক উসকানিমূলক ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, যাঁরাই হিন্দু ধর্মের দেব-দেবীকে অবহেলা করবে, তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতে। অতি কদর্য ভাষায় সেই ভিডিওতে কথা বলতে শোনা যায় তাঁকে। দেশের সভ্য নাগরিক হিসেবে কীভাবে জনসমক্ষে কেউ এহেন মন্তব্য করতে পারেন? অনেকেই সেই প্রশ্ন তুলেছেন। কিন্তু কোথায় কী! সেসব সমালোচনা বিতর্কে তো কর্ণপাত করা দূরের কথা। বরং স্বমহিমায় একের পর এক পোস্টে বিষোদগার করে দিয়েছেন।
‘হিন্দুস্তানি ভাউ’য়ের সেই বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একের এক তারকা এবং নেটজনতারা রিপোর্ট করেছেন। এর মধ্যে রয়েছেন শশাঙ্ক অরোরা, গীতিকার পুনিত শর্মা, কমেডিয়ান কুণাল কামরা। এঁরা প্রত্যেকেই তীব্র ভাষায় বিরোধীতা করেছেন ‘হিন্দুস্তানি ভাউ’য়ের এমন কার্যকলাপের। এই ভিডিওতে যথেষ্ট সাম্প্রদায়িক হিংসার উসকানি দেওয়া হয়েছে, তা স্পষ্ট। যে কেউ দেখলেই বুঝতে পারবেন। উপরন্তু নেটজনতার একাংশের দাবি, অত্যন্ত অশ্লীল ভাষার এই ভিডিও দেখে যে কোনও সময়েই দাঙ্গা বাঁধতে পারে। এই কঠিন সময়ে যেখানে সকলের একে অপরের পাশে থাকার কথা। সেখানে এতজন তারকা হিসেবে এমন আচরণ মোটেই কাম্য নয়! আর সেই প্রতিবাদী সুর তুলেই একের পর এক রিপোর্ট পড়তে থাকে ‘হিন্দুস্তানি ভাউ’য়ের সেই বিতর্কিত ভিডিওতে। অবস্থা বেগতিক দেখে, ফেসবুকের পক্ষ থেকে আপাতত ‘হিন্দুস্তানি ভাউ’য়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুলে নেওয়া হয়েছে।
HM @AnilDeshmukhNCP & @MumbaiPolice,
Calling for open violence is a crime. This is a mob building & hate spreading excercise. This is deeply alarming. Could lead to violence & an artist not getting due process.
Remarks like “System side main”
are an insult to our constitution… pic.twitter.com/oeCfdGFRu5— Kunal Kamra (@kunalkamra88) August 18, 2020
✊🏼😘 pic.twitter.com/KiZkqnYER7
— Shashank Arora (@ShashankSArora) August 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.