Advertisement
Advertisement

Breaking News

Shyama Serial

ছোটপর্দায় মহিলা পুরোহিতের গল্প! নতুন ধারাবাহিক শ্যামায় জুটি হানি-টুম্পা

কোথায় দেখা যাবে ধারাবাহিকটি?

Honey Bafna and Tumpa Ghosh in new serial Shyama | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 7, 2023 4:44 pm
  • Updated:August 7, 2023 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সাফল্য পেয়েছে। মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সূত্রের খবর সত্যি হলে এবার আরেক মহিলা পুরোহিতের গল্প দেখা যেতে পারে সান বাংলা চ্যানেলে। সেখানে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘শ্যামা’ (Shyama)।

নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা এবং টুম্পা ঘোষ। এর আগে ‘সোহাগ জল’ ধারাবাহিকের নায়ক ছিলেন হানি। আর টুম্পাকে দেখা গিয়েছিল ‘ত্রিশূল’ সিরিয়ালে। এবার অন্যরকম গল্পে দেখা যাবে দু’জনকে। বিখ্যাত জ্যোতিষ পরিবারের ছেলে জয় (হানি বাফনা)। অন্যদিকে তারা মায়ের মন্দিরের প্রধান পুরোহিতের মেয়ে অরিত্রী। ঠিকুজি মিলিয়ে দু’জনের বিয়ে হয়। তারপরই গল্পে আসে চাঞ্চল্যকর মোড়।

Advertisement

[আরও পড়ুন: চড়াম চড়াম! তারাপীঠে ‘লাভলি’ নাচ মদনের, ঢাক বাজিয়েই ছবির প্রচার নেতার]

শান্তশিষ্ট জয়ের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হানি। জানান, এবারে তাঁর চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জ শুরু হবে যখন গল্পে ট্যুইস্ট আসবে। এর জন্য কড়া অনুশীলন শুরু করে দিয়েছেন হানি। নিজের সেরাটা দর্শকদের উপহার দিতে চান অভিনেতা।

অন্যদিকে, ‘ত্রিশূল’ ধারাবাহিকের পর বেশ কয়েকদিনের বিরতি নিয়েছিলেন টুম্পা। একটি চরিত্রের খোলস থেকে বেরিয়ে আসতে এটুকু সময় তাঁর প্রয়োজন হয় বলেই জানান। অরিত্রী বেশ হাসিখুশি চরিত্র। বাবার মতো সেও পুরোহিত হওয়ার স্বপ্ন দেখে। তাতে বাধাও আসে। তারা মায়ের কৃপায় এই বাধা থেকে কি মুক্তি পাবে? জানা যাবে ‘শ্যামা’ সিরিয়ালে হানি-টুম্পা ছাড়াও ধারাবাহিকে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, ভরত কল, সুচিস্মিতা চৌধুরী, সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী সাহা ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে।

[আরও পড়ুন: ‘বোকাদের রাজনীতিতে আগ্রহ কোনওদিন ছিল না’, আচমকা কেন এমন মন্তব্য অঞ্জন দত্তর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement