সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারপ্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইমলি’র শুটিং ফ্লোরে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিং করার সময় বিদ্য়ুতের শক গেলে প্রাণ গেল ২৭ বছর বয়সি লাইটম্য়ানের। গোটা ঘটনায় ক্ষুব্ধ ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন’। এমনকী, প্রশ্ন উঠেছে শুটিং ফ্লোরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
ঠিক কী ঘটেছিল শুটিং ফ্লোরে?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শুরু করার আগেই আচমকাই সেটে আর্তনাদ শুনতে পান ইউনিটের লোকজন। হঠাৎ দেখা যায় বিদ্যুতের শক পেয়ে মাটিতে লুটিয়ে রয়েছে যুবকের দেহ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।
View this post on Instagram
AICWA-র সভাপতি সুরেশ শ্যাসমল গুপ্তা ইমলির প্রযোজক ও চ্যানেলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যুবকের মৃত্যুতে আপাতত স্থগিত রয়েছে ধারাবাহিকের শ্যুটিং। সেটের চরম অব্যবস্থার জন্য়ই সেটে বাঘ ঢুকে পড়ছে, তো কখনও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আগুনে সেট পুড়ে যাওয়ার মতোও ঘটনা ঘটেছে। যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি সভাপতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.