Advertisement
Advertisement

Breaking News

Hina Khan

হাসপাতালে হিনা খান, অনুরাগীদের কাছে আর্জি, ‘আমার জন্য প্রার্থনা করুন’

কী হয়েছে অভিনেত্রীর?

Hina Khan Hospitalised Due To High Fever | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 28, 2023 3:43 pm
  • Updated:December 28, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে সেই খবর দিলেন। শুধু তাই নয়, ভক্তদের কাছে হিনার কাতর আর্জি, “আমার জন্য প্রার্থনা করুন।”

দিন কয়েক ধরেই ধুম জ্বর অভিনেত্রীর। তিন, চারের নিচে কিছুতেই জ্বর নামছে না হিনার। শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা ছেড়ে একেবারে উঠতেই পারছেন না! শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতাল থেকে হিনা খান নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। টেলি অভিনেত্রী জানান, “চার চারটে ভয়ঙ্কর রাত কাটিয়েছি গায়ে ধুম জ্বর নিয়ে। কিছুতেই ঠিক হচ্ছে না শরীর। প্রতিদিন ১০২-১০৩ জ্বর। শরীরে আর কোনও বল নেই। এনার্জি পাচ্ছি না। প্রচণ্ড দুর্বল।”

Advertisement

[আরও পড়ুন: রামগোপাল ভার্মার মাথা কেটে আনলেই ১ কোটি! খুনের হুমকি পেয়েই থানায় ছুটলেন পরিচালক]

এরপরই অনুরাগীদের আশ্বস্ত করে হিনা লিখেছেন, “যে বা যাঁরা আমার জন্য উদ্বিগ্ন, তাঁদেরকে বলি আমি ফিরছি খুব শিগগিরি। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসার দরকার।” একটি ছবিতে থার্মোমিটারে শরীরের তাপমাত্রা ধরেছেন, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় আনমনা হয়ে বসে অভিনেত্রী। সম্প্রতি তাঁর ডেবিউ ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ রিলিজ করেছে। ২০২৪ সালের অস্কার দৌড়েও নমিনেটেড হয়েছে এই ছবি। যার জন্য ডিসেম্বর মাসের পয়লা সপ্তাহেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন হিনা খান।

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement