Advertisement
Advertisement
Hina Khan

থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হিনা খান? পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

হিনাকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা।

Hina Khan diagonised with cancer alleged netizen concerns: Source

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:June 27, 2024 9:19 pm
  • Updated:June 27, 2024 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের (Hina Khan) হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। এর আগে রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। তার পর আবারও হাসপাতালের বেড থেকে ছবি শেয়ার করে ভক্তদের কাছে আর্জি জানিয়েছেন যে, “আমার জন্য একটু প্রার্থনা করুন।” এবার শোনা যাচ্ছে, মারণ রোগে আক্রান্ত অভিনেত্রী হিনা খান।

সোশাল মিডিয়ায় হিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়! সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। কখন কী পরলেন, কী খেলেন, কোথায় গেলেন? সবটাই অনুরাগীদের নখদর্পণে। হবে না-ই বা কেন! হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সর্বক্ষণের আপডেট শেয়ার করে নেন তাঁদের সঙ্গে। এবারও তাঁর একটি পোস্ট চর্চার শিরোনামে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ।

Advertisement

[আরও পড়ুন: রুক্মিণীর জন্মদিনে অদেখা সফরনামা ফাঁস দেবের, নেটপাড়ার ফোড়ন, ‘এবার বিয়েটা করুন তো!’]

হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তাঁর জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।” তবে শুধু অভিনেত্রীর পোস্টই নয়! এরমাঝেই ভাইরাল হয়ে যায় এক ডাক্তারের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে ওই চিকিৎসক সাফ জানিয়েছেন, “এক জনপ্রিয় অভিনেত্রী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। তবে জীবনেও ভাবিনি ওই তারকার এমন মারণ রোগে আক্রান্ত হবেন।” সেই পোস্ট থেকেই দুয়ে দুয়ে চার করেছেন অনেকে। যদিও অভিনেত্রীর তরফে এখনও কোনওরকম অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: অভিনয়ের অবিনশ্বর ঈশ্বর অমিতাভ, ‘কাল্কি’তে বিগ বি-র পারিশ্রমিক কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ