সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুনিশা কাণ্ডে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আত্মহত্যা নয় খুনের ঘটনা এটি, এমনই মত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী। পাশাপাশি পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)কাছে তিনি বহুগামিতা রোখার জন্য কড়া আইন আনার অনুরোধ জানিয়েছেন তিনি।
‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানকে। তুনিশার মৃত্যুর পরই সিজানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখন বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তুনিশার মৃত্যু নিয়ে কঙ্গনা নিজের মতামত ব্যক্ত করেন।
প্রেমে প্রতারিত হলে কোনও মেয়ের মনের অবস্থা কী হতে পারে, সেকথা নিজের লেখায় জানিয়েছেন কঙ্গনা। যেন তুনিশার মৃত্যু তাঁর অতীতের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। অভিনেত্রী জানান, কেউ যদি জানতে পারেন তাঁর কাছের মানুষটি ভালবাসার নামে প্রতারণা করছে আর তাঁর শরীর ও মনকে ব্যবহার করছে, তাহলে মন ভেঙে যায়। জীবনের কোনও মূল্য তাঁর কাছে থাকে না। তাই তুনিশার মৃত্যু একটি খুনের ঘটনা, এমনই মত কঙ্গনার।
কঙ্গনা জানান, বহুগামিতা বা একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত। দেশের মেয়েদের রক্ষা করা সরকারের কর্তব্য বলে মনে করেন অভিনেত্রী। সেই কারণেই প্রধানমন্ত্রীর কাছে বহুগামিতার রোখার আইন আনার আরজি জানান। অ্যাসিড অ্যাটাক বা দেহ খণ্ড করার মতো ঘটনা ঘটলে অবিলম্বে ফাঁসির সাজা ঘোষণা করা হোক, এমনই দাবি জানিয়েছেন কঙ্গনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.