Advertisement
Advertisement
Upcoming serial Mithai

ছোটপর্দায় ‘প্রেম আমার ২’ ছবির নায়ক আদৃত, আসছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’

দেখুন আগাম ঝলক।

Bengali news of Zee bangla’s new serial, Here is the teaser of Adrit Roy Starrer Upcoming serial Mithai| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 2, 2020 9:17 pm
  • Updated:December 2, 2020 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনাতেই বাংলা সিনেমার নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত রায় (Adrit Roy)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। তারপর ‘প্রেম আমার ২’ ছবিতে হয়েছিলেন জয় চৌধুরী। দেবের ‘পাসওয়ার্ড’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদৃত। ‘পরিণীতা’য় ছিলেন আনন্দর ভূমিকায়। চারটি বাংলা ছবির পর এবার ছোটপর্দায় যাত্রা শুরু করছেন টলিপাড়ার নায়ক। জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিক ‘মিঠাই’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। প্রকাশ্যে এল আগাম এই ঝলক।

Advertisement

[আরও পড়ুন: তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল, মেজাজ হারিয়ে ‘অশালীন’ কটূক্তি শ্রীলেখার]

সদ্য প্রকাশ্যে আসা এই ঝলকে ‘মনোহরা’ নামের এক বনেদি বাড়ির কাহিনি দেখানো হয়েছে। যেখানে মিষ্টি বেচতে আসে প্রাণখোলা মিঠাই। অন্যদিকে বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এক্কেবারেই মিষ্টি পছন্দ করে না। কিন্তু মিঠাই সংকল্প করে, সিডের মন একদিন সে মনোহরার মতো মিষ্টত্বে ভরিয়ে দেবে। আদৃত-সৌমিতৃষা ছাড়াও ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিংহ, ঐন্দ্রিলা, অর্পিতা মুখোপাধ্যায় এবং টেলিভিশনের পরিচিত মুখ দিয়া মুখোপাধ্যায়। পড়শোনায় মনোযোগী শ্রীতমার চরিত্রে দেখা যাবে দিয়াকে। তার আগে স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের নটী বিনোদিনী চরিত্রের কাজ শেষ করবেন দিয়া। তারপর ‘মিঠাই’য়ের মনোহরা হয়ে উঠবেন।

উল্লেখ্য, বাংলা টেলিভিশনে নায়িকাজের বিশেষ গুণের প্রাধান্য বেড়েছে। বধির হয়েও প্লেন চালিয়েছে ‘তিতলি’, কৃষ্ণকলি হয়ে ধারাবাহিকের গানের জগতে জনপ্রিয়তা পেয়েছে শ্যামা, ব্যবসায়ীক বুদ্ধির জোরে শ্বশুরবাড়ির হাল ধরেছে ‘ভাগ্যলক্ষ্মী’, মহিলা হয়েও ঢাক বাজাতে সিদ্ধহস্ত ‘যমুনা ঢাকি’। সেই তালিকায় এবার মহিলা মিষ্টি বিক্রেতা ‘মিঠাই’য়ের নাম যুক্ত হতে চলেছে। জানা গিয়েছে, জোড়াসাঁকোয় প্রোমো ভিডিওটির শুটিং হয়েছে। ধারাবাহিকের শুটিং শুরু হতে পারে ডিসেম্বর মাসের মাঝামাঝি। পরিচালনার দায়িত্বে থাকছেন রাজেন্দ্র প্রসাদ দাস।

[আরও পড়ুন: নিজেকে রূপান্তরকামী ঘোষণা করলেন ‘এক্স-মেন’ খ্যাত হলিউড অভিনেত্রী, পালটালেন নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement