Advertisement
Advertisement

সনিকা মৃত্যু মামলায় ধাক্কা বিক্রমের, তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ হাই কোর্টের

২০১৭ সালে পথ দুর্ঘটনায় মারা যান মডেল সনিকা সিং চৌহান৷

HC dismissed Vikram's plea
Published by: Sayani Sen
  • Posted:February 13, 2019 12:27 pm
  • Updated:February 13, 2019 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সেই মামলায় আলিপুর আদালতের পর এবার কলকাতা হাই কোর্টেও ধাক্কা খেলেন অভিনেতা৷ অনিচ্ছাকৃত খুনের মামলা প্রত্যাহারের দাবিতে আলিপুর আবেদন জানিয়েছিলেন তিনি৷ তবে আদালতে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়৷ এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে একই মামলা রুজু করেন বিক্রম৷ বুধবার হাই কোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে মামলার শুনানি হয়৷ বিচারপতিও অভিনেতার আরজি খারিজ করে দেন৷ তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতকে দ্রুত চার্জ গঠনের নির্দেশ দেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷

স্ক্রিপ্ট ‘চুরি’ করে সিনেমা তৈরির অভিযোগ, কাঠগড়ায় তিন নামী পরিচালক

২০১৭-র ২৯ এপ্রিল নাইট ক্লাব থেকে বন্ধু বিক্রমের গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন মডেল সনিকা সিং চৌহান৷ মধ্যরাতে শহরের রাজপথেই ঘটে দুর্ঘটনা৷ লেক মলের সামনে রেলিংয়ে ধাক্কা খেয়ে গাড়ি উলটে গেলে মৃত্যু হয় সনিকার৷ মাথায় সামান্য চোট পান বিক্রম৷ বেশ কয়েকদিন হাসপাতালেও ভরতি ছিলেন তিনি৷ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন বিক্রম৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দায় এড়াতে আত্মগোপনও করেছিলেন অভিনেতা। কিন্তু লাভ কিছুই হয়নি। বন্ধুর ফোনে আড়ি পেতে অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর টানা তিনমাস জেলে কাটাতে হয়েছে ছোটপর্দার অভিনেতাকে। তিনমাস পর বাড়ি ফিরে বেশ কিছুদিন অন্তরালে কাটান অভিনেতা। বান্ধবী সনিকা সিংয়ের মৃত্যুর পর তাঁর ঘাড়েই চেপেছিল যাবতীয় দায়। বলা হয়েছিল, তিনিই সনিকার মৃত্যুর জন্য দায়ী। মদ্যপ অবস্থায় হাইস্পিডে গাড়ি না চালালে এত বড় দুর্ঘটনা ঘটতই না। বেঁচে থাকতেন সনিকা। বিক্রমের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। সেই মামলা থেকেই অব্যাহতি চেয়েছিলেন বিক্রম। আলিপুর আদালতে মামলা রুজু করেন তিনি৷ তবে আদালতে খারিজ হয়ে যায় মামলা৷ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দুর্গাপুজোর সময় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা৷ শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পরে বুধবার হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ জানিয়ে দিলেন, নিম্ন আদালতের রায়ই চূড়ান্ত। অর্থাৎ, বান্ধবীর মৃত্যুর মামলা থেকে আপাতত ছাড় মিলছে না বিক্রমের।

Advertisement

বলিউডে ফিরছেন ঋতুপর্ণা, ছবির নাম কী?

সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় জেলে যাওয়ার ফলে বেশ কয়েকদিন রূপোলি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বিক্রম৷ পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘শুভ নববর্ষ’ সিনেমা দিয়ে আবারও টলিউডে কাজ শুরু করেন তিনি৷ এই মুহূর্তে ‘ফাগুন বউ’ ধারাবাহিকে কাজ করছেন বিক্রম৷ ভাসছেন জনপ্রিয়তার জোয়ারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement