Advertisement
Advertisement
Gurmeet Choudhary

CPR দিয়ে অসুস্থ পথচারীর প্রাণ বাঁচালেন গুরমিত, অভিনেতার মানবিকতায় কুর্নিশ নেটপাড়ার

নিজের প্রচেষ্টায় রাস্তায় পড়ে থাকা অচেতন ব্যক্তির প্রাণ বাঁচালেন।

Gurmeet Choudhary gives CPR to person who collapsed on a Mumbai street | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 6, 2023 2:02 pm
  • Updated:October 6, 2023 2:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে যেখানে পাশের মানুষটির ভালো-মন্দের খোঁজ নেন না কেউ, সেখানে অসুস্থ পথচারীকে দেখেই এগিয়ে এলেন গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary)। অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তির প্রাণ বাঁচালেন নিজের প্রচেষ্টায়।

মুম্বইয়ের আন্ধেরি দিয়ে যাচ্ছিলেন গুরমিত। আচমকাই চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তি। গাড়ি থামিয়ে, নেমে সোজা ছুটে গেলেন ওই অজ্ঞাত ব্যক্তিটির দিকে। অচেতন অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। অতঃপর প্রয়োজন বুঝেই তাঁকে CPR দিলেন বলিউড অভিনেতা। আর টিনসেন টাউনের তারকার এমন মানবতা দেখেই জনৈক প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়লেন না। সেই ভিডিওই আপাতত নেটপাড়ায় ভাইরাল। নেটিজেনরাও কুর্নিশ জানালেন গুরমিত চৌধুরীকে।

Advertisement

ভিডিওতে ক্রমাগত ওই ব্যক্তির হার্ট পাম্প করতে দেখা গেল গুরমীতকে। তাতেও লাভ হয়নি দেখে তড়িঘড়ি ফোন করে অ্যাম্বুল্যান্স ডেকে ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠালেন টেলি অভিনেতা। আর গুরমীতের এমন মানবিকতা দেখেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

[আরও পড়ুন: ‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

প্রসঙ্গত, ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন গুরমীত চৌধুরী। রিল লাইফের ‘সীতা’ দেবীনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ২০০৬ সালে।
এরপর একাধিক সিরিয়াল এবং রিয়ালিটি শোয়েও অংশ নেন গুরমীত।

[আরও পড়ুন: ‘পুজোয় বক্স অফিসে লড়াই তো হবেই’, ‘রক্তবীজ’ ছবি নিয়ে আত্মবিশ্বাসী আবির চট্টোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement