Advertisement
Advertisement

Breaking News

Gufi Paintal

প্রয়াত গুফি পেন্টাল, চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’

ফের বিনোদুনিয়ায় দুঃসংবাদ! শোকস্তব্ধ বলিউড।

Gufi Paintal, Shakuni Mama of Mahabharat, passes away at 79 | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 5, 2023 11:58 am
  • Updated:June 5, 2023 12:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড় দুঃসংবাদ! একের পর এক তারকার প্রয়াণ। এবার চিরঘুমের দেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। বি আর চোপড়ার মহাভারত-এর শকুনি মামার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

প্রসঙ্গত দিন দুয়েক আগেই গুফি পেন্টালের হাসপাতালে ভরতি হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুফি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না। চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯।

Advertisement

অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, “ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা গুফি পেন্টাল আজ সকালে প্রয়াত হয়েছেন।” ভাইপো হিতেন পেন্টাল সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে যান।

আটের দশকে মূলত অভিনেতা হিসেবে জীবন শুরু করেন গুফি। বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ঘরে ঘরে পরিচিত হয়ে যান গুফি পেন্টাল (Gufi Paintal )। এর পরে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই তাঁকে চিনতে পারতেন দর্শকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement