সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার ‘ব্যোমকেশ-সত্যবতী’ এবার নতুন ভূমিকায়। ‘রন্ধনে বন্ধনে’ গৌরব-রিধিমা (Gaurav, Ridhima) দেখাবেন তাঁদের সুখী ‘হেঁশেলকোণ’। নেপথ্যে জি বাংলা। দিন কয়েক ধরেই তারকাদম্পতির কুকিং শোয়ের খবরে মজেছেন অনুরাগীরা। চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ্যে আসতেই তাঁদের কৌতূহল, উন্মাদনার পারদ চড়েছে দ্বিগুণ। গৌরব-রিধিমার ‘রন্ধনে বন্ধনে’ (Randhane Bandhane) দেখার অপেক্ষায় সকলে। তবে পাশাপাশি দর্শকদের একাংশ কিন্তু সন্দিহান যে, এই শো ‘সুদীপার রান্নাঘর’কে জনপ্রিয়তার নীরিখে কতটা টেক্কা দিতে পারবে?
দীর্ঘ ১৭ বছর জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল ‘সুদীপার রান্নাঘর’। বিকেল পাঁচটা বাজলেই হেঁশেলের রকমারি কারিকুরি শিখতে টিভির সামনে বসে যেতেন দর্শকরা। তবে গত দেড় বছর আগে ‘সুদীপার রান্নাঘর’ বন্ধ হয়েছে। সঞ্চালিকা বর্তমানে নিজের শাড়ির ব্যবসা আর পরিবার নিয়ে ব্যস্ত তিনি। এদিকে রান্না নিয়ে দর্শকদের কৌতূহল দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ শুধু বাংলাতেই ফুড ব্লগারের সংখ্যা এত হু-হু করে বেড়েছে, তা রীতিমতো সেদিকেই ইঙ্গিত করে। সেই প্রেক্ষিতে গৌরব-রিধিমাকে নিয়ে নতুন রান্নার শো ‘রন্ধনে বন্ধনে’ নিয়ে আসছে জি বাংলা।
প্রোমোতে দেখা গেল, হেঁশেলের কাজে একসঙ্গে হাত লাগিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। কখনও পিঁয়াজ কাটছেন গৌরব, আবার কখনও খুন্তি হাতে দেখা গেল রিধিমাকে। প্রোমো দেখে অনেকেরই অনুমান, এবার এই রান্নার শোতে এবার অংশ নিতে পারেন তারকাজুটিরা। যদিও, শোয়ের ফরম্যাট নিয়ে এখনও খোলসা করেনি জি বাংলা কর্তৃপক্ষ।
View this post on Instagram
২০২৩ সালের শেষের দিকেই পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন গৌরব-রিধিমা। নতুন শো শুরু করার আগে সম্প্রতি সেই একরত্তিকে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এলেন। আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে গৌরব-রিধিমার কুকিং শো ‘রন্ধনে বন্ধনে’। সোম থেকে শনি বিকেল ৪.৩০টেয় দেখা যাবে জি বাংলার পর্দায়। তবে জনপ্রিয়তায় কতটা টেক্কা দিতে পারবে ‘সুদীপার রান্নাঘর’কে? সেটা সময়ই বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.