Advertisement
Advertisement

Breaking News

Mithai Soumitrisha Kundu

ভক্তের বাবা কোমায়! শুনেই ঈশ্বরের কাছে প্রার্থনা সৌমিতৃষার, ফের মন জয় ‘মিঠাই’য়ের

অনুরাগীর দুঃসময়ে ভরসা জোগালেন সৌমিতৃষা।

Fan's father in coma, Mithai actress Soumitrisha Kundu praying | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2023 1:16 pm
  • Updated:July 24, 2023 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দর্শকদের প্রিয় ‘মিঠাই রানি’। দর্শকদের অন্দরমহলে তাঁর যে জনপ্রিয়তা, তা ধারাবাহিক শেষ হওয়ার দিন স্টুডিও চত্বরে উপচে পড়া ভিড় দেখেই আন্দাজ করা গিয়েছিল। কেউ হিরের আংটি নিয়ে এসেছিলেন প্রিয় অভিনেত্রীর জন্য, তো কেউ বা ঘণ্টার পর ঘণ্টা ফুলের তোড়া হাতে অপেক্ষা করেছিলেন কাঠফাটা রোদে! এবার ভক্তের দুঃসময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী।

আবেগের বশে অনেকেই প্রিয় তারকাকে মেসেজ পাঠিয়ে ফেলেন। এক অনুরাগীও তাই করেছিলেন। মাতৃহারা সেই ফ্যান বাবা কোমায় চলে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েন। তাই সৌমিতৃষা কুণ্ডুকে মেসেজ করে জানান বিষয়টি। প্রেরক হয়তো উত্তরের আশাও করেননি। কিন্তু অনুরাগীর এমন কঠিন সময়ের কথা জানতে পেরে ইনস্টাগ্রাম মেসেজেই ভরসা জোগান ‘মিঠাই রানি’।

Advertisement

মিঠাই-এর এক ফ্যান পেজে শেয়ার করা স্টোরিতেই দেখা গেল সেই কথোপকথন। ওই অনুরাগী সৌমিতৃষাকে জানান, ‘দিদি আমার বাবাই খুব অসুস্থ। কোমাতে আছে। একটু বাবাইয়ের জন্য প্রার্থনা করবে।’ ভক্তকে ফিরিয়ে দেননি অভিনেত্রী। পালটা লেখেন- ‘অবশ্যই বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থনা করব। তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন সোনা।’

প্রিয় তারকার থেকে অপ্রত্যাশিত এই উত্তর পেয়ে অনুরাগী লেখেন- ‘তুমি যে প্রার্থনা করছ এটাই অনেক। খুব ছোট বয়সে মাকে হারিয়েছি। বাবাইকে ছেড়ে থাকার কথা ভাবিনি কখনও।’ ভক্তের মনের এমন উথাল-পাতা পরিস্থিতি আঁচ করতে পেরে তাঁকে পালটা শান্ত করার চেষ্টা করে মিঠাই লেখেন- ‘ভগবান বাবাইকে কেড়ে নেবেন না। ঈশ্বরকে রোজ ডাকো। ঠিক হয়ে যাবে বাবা।’ 

[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]

অনুরাগীর দুঃসময়ে সৌমিতৃষা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আবারও তাঁদের মন কেড়ে নিলেন অভিনেত্রী। তাঁর এই মেসেজ পড়ে আবেগপ্রবণ ভক্তরা। উল্লেখ্য, সৌমিতৃষা নিজেও বাবা লোকনাথের একজন বড় ভক্ত। বছরের শুরুতেই তাঁর ইনস্টাগ্রামে সেই ঝলক মিলেছে। 

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement