সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিল এক নতুন ধারাবাহিক ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই সঙ্গেই একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন তুলসী ওরফে স্মৃতি ইরানি।
বছর খানেক আগেই বিনোদুনিয়ার লাইমলাইট থেকে শতহস্ত দূরে স্মৃতি ইরানি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সক্রিয়ভাবেই রাজনীতি করছেন। এমনকী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীত্বের দায়িত্বও সামলেছেন। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর থেকেই রাজনীতির ময়দানে স্মৃতির গরহাজিরা নিয়ে অনেকেই সন্দিহান! এবার একতা কাপুর নিজেই নিশ্চিত করে দিলেন যে, তিনি স্মৃতি ইরানিকে আরও একবার ছোটপর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রযোজক একতা জানিয়েছেন, ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’ সিরিয়ালের রিমেক হচ্ছে। তবে এবার মাত্র ১৫০টি পর্বেই সফর শেষ হবে। কারণ ২০০৮ সালে দু’ হাজার পর্বের দুয়ারে দাঁড়িয়েই এই সিরিয়াল বন্ধ হয়ে যায়। ফলে একতা চাইছেন, এবার দেড়শো পর্ব এনে সেই বৃত্তপূরণ করে নতুন মাইলস্টোন গড়তে। তুলসীর ভূমিকায় স্মৃতি ইরানির প্রত্যাবর্তনের খবরে সিলমোহর পড়লেও মিহিরের চরিত্রে তিন অভিনেতার মধ্যে কাকে দেখা যাবে? সেটা নিয়ে এখন ধন্দ রয়েছে। কারণ এই ধারাবাহিকে তিনবার মিহির চরিত্রে অভিনেতা বদল হয়েছিল। অমর উপাধ্যায়, সেজান খানের পর রণিত রায়কে দেখা গিয়েছিল মিহিরের চরিত্রে। এবার তিন অভিনেতার মধ্যেই কোনও একজনকে দেখা যাবে বলে জানা গেল। টেলিদর্শকরা যে এবারেও মুখ ফেরাবেন না, সে বিষয়ে আশাবাদী একতা কাপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.