আকাশ মিশ্র: এবার হিন্দি মেগা ধারাবাহিকে উঠে আসবে স্বামী বিবেকানন্দের জীবনের গল্প। পরিচালক কৃষ্ণ মিশ্রর (Krishna Mishra) হাত ধরেই টেলিপর্দায় উজ্জ্বল হয়ে উঠবে স্বামীজীর জীবন, স্বামীজীর আদর্শ। সম্প্রতি এই ধারাবাহিকের গোটা টিম নিয়ে বাংলায় এসে শুটিং করে গেলেন পরিচালক কৃষ্ণ। ঘুরলেন জয়রামবাটি, কামারপুকুর ও উত্তর কলকাতার অলিগলিতে।
ধারাবাহিক নিয়ে বলতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক কৃষ্ণ জানালেন, ‘গত ৫ বছর ধরে স্বামীজিকে নিয়ে পড়াশুনো করেছি। অনেক গবেষণা করার পরই ধারাবাহিক তৈরি করা সিদ্ধান্ত নিই। ২০টা এপিসোড শুট করা হয়েছে।’
এর আগে কৃষ্ণ মিশ্র সিনেমা, তথ্যচিত্রই তৈরি করেছেন। চম্বলের ডাকাতদের নিয়ে তৈরি করেছিলেন ‘বিহড়’ নামের এক ছবি। যা বেশ জনপ্রিয় হয়।
পরিচালকের কথায়, ”এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা স্বামীজিকে ঠিকভাবে জানে না। মূলত তাঁদের জন্য়ই স্বামীজির জীবনকে নতুনভাবে তুলে ধরতে চাই। নতুন প্রজন্মের কাছেও যেন তিনি অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন সেটাই আমার ধারাবাহিকের মূল উদ্দেশ্য।”
কৃষ্ণ মিশ্রর এই ধারাবাহিকে মূলত অভিনয় করেছেন হিন্দি ইন্ডাস্ট্রির অভিনেতারা। এই ধারাবাহিকে স্বামী বিবেকানন্দর চরিত্রে দেখা যাবে অভিনেতা কার্তিক জৈনকে। রামকৃষ্ণর চরিত্রে দেখা যাবে অভিনেতা কৃষ্ণা জয়সওয়ালকে। মূলত নতুন মুখ নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিক। তবে কোন চ্যানেলে, কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক তা নিয়ে এখনই কিছু খোলসা করতে চাননি পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.