Advertisement
Advertisement

Breaking News

Diganta Bagchi

‘প্লিজ ভুল বুঝবেন না…’, পরিচালকদের ‘অপমান’ করার অভিযোগ নিয়ে মুখ খুললেন দিগন্ত

ফেসবুক ভিডিওর মাধ্যমে অভিনেতা জানালেন নিজের বক্তব্য।

Diganta Bagchi clarifies his statement about directors
Published by: Suparna Majumder
  • Posted:August 3, 2024 9:04 pm
  • Updated:August 3, 2024 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে ছন্দে ফিরেছে টলিউড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের সুরাহা হয়েছে। আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা যাচ্ছে স্টুডিওপাড়ায়। এমন পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে ওঠা পরিচালকদের ‘অপমান’ করার অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা দিগন্ত বাগচী (Diganta Bagchi)।

Diganta-Bagchi-1

Advertisement

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দিগন্ত। ছোটপর্দার দর্শকদের পছন্দের শিল্পী তিনি। ফেসবুক ভিডিওর মাধ্যমে অভিনেতা জানান, সম্প্রতি শিল্পীদের কথা মাথায় রেখে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু কথা বলেছিলেন। এর জেরেই তাঁর বিরুদ্ধে পরিচালকদের অপমান করার অভিযোগ উঠছে। তিনি বলেন, “আমি পরিচালকদের কোনওভাবে অপমানিত করতে চাইনি। আমার পরিচালকদের অপমান করার মতো সাহসও নেই… আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, প্রায় ২৫ বছর হতে চলল আমার এই সামান্য ক্ষুদ্র অভিনয় জীবনে এবং চেষ্টায়। অভিনয়ের চেষ্টায় আমি সারাজীবন সবাইকে সম্মান দিয়ে গিয়েছি। কীভাবে শট নেব, সবসময় সহযোগিতা করেছি, জিজ্ঞেস করেছি, আমার কাজ ঠিক হয়েছে কিনা, আজও টেলিভিশন বলুন বা সিনেমা বলুন আমার কাজটা কী ঠিক হল কিনা, করতে পারলাম কিনা জানতে চাই। এভাবেই সহযোগিতা করে এসেছি। কাউকে অপমান করার সাহস দেখাইনি। আমার সেই সাহস নেই, যোগ্যতাও নেই।”

[আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের]

এর সঙ্গেই দিগন্তর সংযোজন, “আমি যেটা বলেছিলাম… পরিচালকদের কোথায় অপমান করা হয়েছে আমি সেটা বুঝতে পারিনি। আমি বলেছিলাম শিল্পীদের কথা মাথায় রেখে, শিল্পীদের দ্বারা পরিচালকরা কোথায় অপমানিত হয়েছেন সেটা সত্যিই আমি বুঝতে পারিনি। আমি সেই কথাটা মাথায় রেখে বলেছিলাম। আমি কিন্তু কখনও অন্য কোনও মানে করে বলিনি। এটার মানেটা হয়তো পালটে যাচ্ছে বা যাঁরা শুনেছেন তাঁদের হয়তো কোনও কারণে খারাপ লেগেছে। যে সমস্ত পরিচালকদের মনে হচ্ছে আমি তাঁদের আহত করেছি তাঁদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্ষমাপ্রার্থী যে আমার সেই সাহস নেই। আমি কাউকে অপমান করিনি।”

 

অভিনেতা জানান, তাঁর বক্তব্য টেলিভিশন নিয়ে ছিল। তাঁর মতো যাঁরা দিনপ্রতি কাজের পারিশ্রমিক পান। এমন শিল্পীদের কাজ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত সমস্যার। তাঁকে যেন ভুল বোঝা না হয় সেই অনুরোধ জানিয়ে দিগন্ত নিজের পোস্টের ক্যাপশনে লেখেন, “প্লিজ কেউ ভুল বুঝবেন না…মনে হল এটা বলা প্রয়োজন… কোনও পরিচালককে অপমান করার সাহস আমার নেই… এমনকী শিল্পী বা কলাকুশলী আমি কাউকেই অসম্মান করিনি।”

[আরও পড়ুন: এলোমেলো চুল, মুখে চিন্তা, অরিজিতের ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement