Advertisement
Advertisement

Breaking News

Dharmendra

মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন!

দেখেছেন এই ভিডিও?

Dharmendra joins Salman Khan, dances to Bobby Deol's Jamal Kudu song | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 31, 2023 12:53 pm
  • Updated:December 31, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের (Bobby Deol) এন্ট্রি এখন সর্বত্র চর্চায়। পাব-ঠেকের পার্টি থেকে সোশাল দুনিয়া, ‘জামাল কুদু’তে (Jamal Kudu, Animal) মেতেছে আট-আশির অনুরাগীরা। এবার ছেলে ববির সেই গানেই পা মেলালেন বাবা ধর্মেন্দ্র (Dharmendra)।

বছরশেষে ‘বিগ বস’-এর ঘরে নববর্ষের উদযাপন হতে চলেছে। আর সেই পর্বেই বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ তারকাকে। ‘বিগ বস’-এর মঞ্চে সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘জামাল কুদু’ গানে নাচলেন ধর্মেন্দ্র। আর সেই পর্বের টিজার নিয়েই নেটপাড়া এখন মাতোয়ারা। বর্ষীয়ান অভিনেতাকে দেখা গেল সলমন, সোহেল খান এবং মিকা সিংয়ের সঙ্গে নাচতে। বাকিরা যখন গ্লাস মাথায় নিয়ে নাচছেন, তখন ধর্মেন্দ্র মুখে ধরেছেন কাচের গ্লাস। অন্যান্যদের মতো তিনিও ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাইজানের মাথার গ্লাস যেখানে পড়ে গেল, তখন ধর্মেন্দ্র কিন্তু একদম ‘ফিট’। প্রবীণ অভিনেতার ‘জামাল কুদু’ নাচ দেখে হেসে গড়ালেন সলমন খান। বাকিটা দেখা যাবে রবিবার ৩১ ডিসেম্বর, রাত সাড়ে ৯টায় কালার্স চ্যানেলে।

Advertisement

[আরও পড়ুন: ‘দেবীও অউর সজ্জনও এই শেষবার…’, চোখের জলে KBC-র মঞ্চকে চিরতরে বিদায় অমিতাভের]

প্রসঙ্গত, তেইশে দেওল পরিবার তাঁদের হারানো গৌরব ফিরে পেয়েছে। ‘রকি অউর রানি’ দিয়ে শুরুটা করেছিলেন ধর্মেন্দ্র। তারপর ‘গদর ২’ দিয়ে দাপুটে কামব্যাক সানি দেওল। আর বছর শেষে ‘অ্যানিম্যাল’ সিনেমার সুবাদে ষোলো কলা পূর্ণ করলেন ববি দেওল। ছবিতে তাঁর পারফরম্যান্স দর্শকদের এতটাই মনে ধরেছে যে, বলিউডে ‘ব্রাত্য’ ববিকে নিয়ে নতুন সিনেমার কথা ভাবছেন নির্মাতারা।

[আরও পড়ুন: ‘মা, আমি কি VIP?’, তৈমুরের অবুঝ প্রশ্নের উত্তরে কী বললেন করিনা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement