Advertisement
Advertisement

Breaking News

Debjani Chattopadhyay

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় দেবযানীর প্রত্যাবর্তন! কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

ছোটপর্দা থেকে লম্বা বিরতি নিয়ে অভিনেত্রী ব্যস্ত ছিলেন বড়পর্দা ও ওটিটির কাজে।

Debjani Chattopadhyay's return to the small screen after along break!

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:March 25, 2025 5:33 pm
  • Updated:March 25, 2025 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবযানী চট্টোপাধ্যায়কে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। এরপর ছোটপর্দা থেকে লম্বা বিরতি নেন অভিনেত্রী। ব্যস্ত হয়ে পড়েন বড়পর্দা ও ওটিটির কাজ নিয়ে। তিন বছর পর আবার ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী।

মাত্র কয়েকদিন আগেই ছোটপর্দায় শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিকেই এবার অভিনয় করবেন দেবযানী। শোনা যাচ্ছে, ধারাবাহিকের নায়ক জিতুর মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

Advertisement

বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয়মুখ দেবযানী চট্টোপাধ্যায়। বহু বছর ধরে নেগেটিভ-পজিটিভ দুই ধারার চরিত্রেই তাঁর অভিনয় দর্শক দেখেছেন। ছোটপর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ‘গানের ওপারে’, ‘খোকাবাবু’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘ত্রিনয়নী’, ‘রাখী বন্ধন’ প্রভৃতি। বড়পর্দা ও ওটিটিতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘দুর্গাসহায়’, ‘গুলদস্তা’, ‘তীরন্দাজ শবর’-এর মতো ছবি রয়েছে দেবযানীর ঝুলিতে। এবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেত্রীকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে তা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা চলছে।

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি অসমবয়সি প্রেমের গল্প নিয়ে তৈরি। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন জিতু-দিতিপ্রিয়া। মেগাটি নিয়ে দর্শকমহলে উৎসাহের অন্ত নেই। সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও করছে ধারাবাহিকটি। শুরুর সপ্তাহ থেকেই টিআরপির তালিকায় জায়গা করে নিয়েছে এটি। এবার দেবযানীর এন্ট্রি যে ধারাবাহিকে নতুন মোড় নিয়ে আসবে, সেকথা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub