সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী নিগ্রহে অভিযুক্ত সাজিদ খানকে (Sajid Khan) ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শো থেকে বের করে দেওয়া হোক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছিলেন। তার জেরই ধর্ষণের হুমকি পাচ্ছেন। এমনই অভিযোগ দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের (Swati Maliwal)।
পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’ (Bigg Boss) শোয়ের নতুন মরশুম। সঞ্চালনার দায়িত্ব বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। এই শোয়েই প্রতিযোগী হিসেবে এসেছেন ফারহা খানের ভাই তথা বলিউডের এক সময়ের নামকরা পরিচালক সাজিদ খান। তাতেই বিতর্ক দানা বেঁধেছে। ‘মি টু’ (Me Too) আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এই কাণ্ডের রেশ বহুদূর গড়ায়।
এমন একজন মানুষ কীভাবে ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শোয়ের অঙ্গ করতে পারেন। সাজিদকে অবিলম্বে শো থেকে বের করে দেওয়া হোক। এমনই দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লেখেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। এতে শোয়ের মহিলা ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।
साजिद खान के ख़िलाफ़ 10 महिलाओं ने #MeToo मूव्मेंट के दौरान यौन शोषण के आरोप लगाए थे। ये सभी कम्प्लेंट साजिद की घिनौनी मानसिकता दिखाती है। अब ऐसे आदमी को Bigg Boss में जगह दी गयी है जो कि पूरी तरह ग़लत है। मैंने @ianuragthakur जी को पत्र लिखा है की साजिद खान को इस शो से हटवाएँ! pic.twitter.com/4ao9elyvkk
— Swati Maliwal (@SwatiJaiHind) October 10, 2022
স্বাতীর অভিযোগ, এই চিঠি পাঠানোর পর থেকেই ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের কাজে বাধা দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে বলে দাবি মহিলা কমিশনের চেয়ারপার্সন। বিষয়টি তিনি দিল্লি পুলিশে জানাচ্ছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.