Advertisement
Advertisement

Breaking News

রবিবার ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে, সঞ্চালক সৌরভের সঙ্গী বাংলার একগুচ্ছ তারকা

নাচে, গানে, আড্ডায়, গল্পে কীভাবে ‘দাদাগিরি’র মঞ্চ মাতালেন তারাকারা? দেখুন ভিডিও।

Dadagiri Season 8 Grand Finale 13th September, See Promo

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:September 9, 2020 9:57 pm
  • Updated:September 9, 2020 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক বাধা বিপত্তি পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রিয়ালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। ১৩ সেপ্টেম্বর টেলিভিশনের পর্দায় শোয়ের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান দেখা যাবে। চুড়ান্ত এই পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে হাজির থাকবেন বাংলার একগুচ্ছ তারকা। নাচে, গানে, আড্ডা, গল্পে মঞ্চ মাতাবেন সকলে।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবররা রাম মন্দির ভাঙতে এসেছিল!’ উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে মুম্বই পৌঁছেই ক্ষোভের মুখে কঙ্গনা]

২০১৯ সালের ১২ অক্টোবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদাগিরি’র সফর শুরু হয়। ছোটপর্দার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যান সৌরভ। সেই সফর আজ পৌঁছে গিয়েছে অষ্টম সিজনে। অন্যান্য মরশুমের থেকে ব্যতিক্রম নতুন এই সিজন। প্রত্যেকটি এপিসোডে ‘গুগলি’, ‘ধাঁধা’র খেলার পাশাপাশি প্রতিযোগীদের দিন বদলের কাহিনি তুলে ধরেছেন সৌরভ। মাঝে বাদ সেধেছিল করোনা ভাইরাস (CoronaVirus)। লকডাউনে শোয়ের শুটিং বন্ধ হয়ে যায়। নিউ নর্মালে সুরক্ষাবিধি মেনে শুটিং শুরুর তোড়জোর চলছিল। এমন সময় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর মেলে। হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় সৌরভকে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মেনে ফের শুটিং শুরু করেন সৌরভ। সুরক্ষাবিধি মেনেই শেষ করেন গ্র্যান্ড ফিনালের শুটিং।

১৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিকেলে জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে ‘দাদাগিরি’র চলতি মরশুমের এই শেষ এপিসোডটি। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয় উপস্থিত থাকবেন বাংলার একঝাঁক তারকা। পারফর্ম করবেন অনুপম রায়, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী। নিজের ব্যান্ড ব্যান্ডেজের সঙ্গে উপস্থিত থাকবেন মীর। থাকবে চন্দ্রবিন্দুর পারফরম্যান্স। দর্শকদের মন জয় করবেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সোনালি চৌধুরী, মনামী ঘোষ। প্রকাশ্যে এসেছে শোয়ের আগাম ঝলক।

[আরও পড়ুন: ফের ‘মসিহা’ সোনু সুদ, নিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির চিকিৎসার ভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement