Advertisement
Advertisement

Breaking News

Kapil Sharma

Kapil Sharma: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা

হয়রানির শিকার হয়ে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ কপিলের।

Comedian Kapil Sharma slams IndiGo over delay | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 30, 2023 10:44 am
  • Updated:November 30, 2023 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যানজটে আটকে থাকায় বিমানচালক সময়মতো পৌঁছতে পারেননি। ঠায় দেড় ঘণ্টা ধরে এয়ারপোর্ট লাউঞ্জে অপেক্ষা করেও সমস্যার সুরাহা হয়নি। রাত ৮টায় যে বিমান ছাড়ার কথা। কিন্তু ঘড়ির কাঁটা ৯টা পেরলেও বেপাত্তা বিমান চালক। বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বিমানযাত্রীদের। আর সেই তালিকাতেই ছিলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)। গোটা ঘটনায় এতটাই বিরক্ত তিনি যে সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থাকে তুলোধনা করতেও ছাড়লেন না।

কোনওরকম রেয়াত না করেই কপিলের প্রশ্ন, “নির্লজ্জ! পাইলটও যানজটে আটকে। একের পর এক মিথ্যাচার ফাজলামি হচ্ছে?” মুম্বই থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানের জন্য সন্ধে থেকে ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। সেই তালিকায় হুইলচেয়ারে বসা যাত্রীকেও দেখা যায়। একাধিক বয়স্ক যাত্রীদের বিমান ছেড়ে নেমে যেতে দেখা যায় ঘোষণার পর। এমন হয়রানির জন্যই চটে যান কপিল শর্মা।

Advertisement

বুধবার বিমান সংস্থা ইন্ডিগোর উপর ক্ষোভপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রথমে ৫০ মিনিট বাসের জন্য অপেক্ষা করালেন। এখন বলছেন, পাইলট যানজটে আটকে রয়েছে। সত্যিই? রাত ৮টায় বিমান ওড়ার কথা, আর এখন বাজছে ৯.২০, এখনও ককপিটে কোনও পাইলটের পাত্তা নেই! আপনাদের কী মনে হয়, এই ১৮০জন ভুক্তভুগী যাত্রী এরপর আর কখনও এয়ার ইন্ডিয়াতে যাতায়াত করবে? কোনওদিন না। একেবারে নির্লজ্জ!”

[আরও পড়ুন: ‘দর্শক হয়ে থাকবেন না, দেশ বদলানোর কর্মযজ্ঞে অংশ নিন’, ভোট চাইলেন রাজকুমার রাও]

পরে আরেকটি টুইটে কপিল শর্মা জানান, “এবার সংশ্লিষ্ট বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে অন্য এক বিমানে তাঁদের যাওয়ার ব্যবস্থা করেছে। আবার সিকিউরিটি চেকের জন্য টার্মিনালে যেতে হচ্ছে। আপনাদের জন্য বয়স্ক যাত্রীদেরও ভুগতে হচ্ছে। এত মিথ্যাচার!” সবমিলিয়ে চার ঘণ্টা দেরিতে ছাড়ে বিমান।

[আরও পড়ুন: পিয়া-পরমের বিয়ে নিয়ে ব্যঙ্গ! ‘কারও রেহাই নেই’, আবিরের স্ত্রীর পোস্টে গর্জে উঠলেন স্বস্তিকা-ইমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement