সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে হলেও ক্রমশ বদলাচ্ছে মেগা ধারাবাহিকের আঙিনা। শাশুড়ি-বউমার নিত্য কলহ ও নিত্যনৈমিত্তিক চর্বিত-চর্বণ ছেড়ে এবার বিষয় ভাবনার প্রতি মনোনিবেশ করছেন মেগার নির্মাতা-নির্দেশকরা। মুসলিম সমাজের সংস্কৃতি, সংস্কার এবার উঠে আসতে চলেছে মেগা ধারাবাহিকের কাহিনিতে। এহেন বিষয় ভাবনাকে কেন্দ্র করেই ‘কালার্স বাংলা’-য় শুরু হয়েছে ভিন্ন বৈচিত্রধর্মী মেগা ধারাবাহিক ‘জাহানারা’। বাবু বণিক প্রোডাকশন ও ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই মেগার পরিচালকদ্বয় হলেন সুব্রত শর্মা ও চম্পক দে। সৃজনশীল পরিচালনায় বাবু বণিক স্বয়ং।
মেগার কাহিনি আবর্তিত হয়েছে মুর্শিদাবাদের একজন প্রগতিশীল চিন্তাধারার মানুষ নিজামুদ্দিন শেখ ও তার পরিবারকে কেন্দ্র করে। তার পরিবার বলতে দুই মেয়ে। মাতৃহারা এই দুই মেয়ের অভিভাবক নিজামুদ্দিন। স্বভাবে একেবারে বিপরীত দুই মেয়ে রুবিনা ও জাহানারা। রুবিনা ও জাহানারা দু’জনেই উচ্চশিক্ষিত হলেও রুবিনা ধীর স্থির, চাপা স্বভাবের। অপরদিকে প্রাণচঞ্চল, ছটফটে জাহানারা বাড়িতে সকলের কথা মেনে চললেও পেশায় একজন উকিল সে। বঞ্চিত, নিপীড়িত মুসলিম মহিলাদের ন্যায়বিচারের জন্য জাহানারা লড়াই করে। এককথায় আদর্শবাদী, স্বাধীন চিন্তাধারার শিক্ষিতা জাহানারা তাই ওই সমস্ত নিপীড়িত মহিলাদের কাছে আশার আলো।
ঘটনাচক্রে রুবিনার বিয়ে ঠিক হয়ে যায় কলকাতার এক প্রভাবশালী ব্যক্তি আব্দুল খানর পুত্র আসরাফের সঙ্গে। শিক্ষিতা রুবিনাকে বিয়ে করার পিছনে আসরাফের অন্য উদ্দেশ্য রয়েছে। সে চায় রাজনীতির বৃত্তে নিজের জায়গা পাকা করতে। রুবিনাকে বিয়ে করলেও আসরাফের কুনজর পড়ে জাহানারার উপর। অপরদিকে জাহানারা ভালবাসে কবীরকে। এদিকে, আসরাফ রুবিনাকে তালাক দিয়ে জাহানারাকে বিয়ে করতে চাইলে যখন জাহানারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তখন প্রতিহিংসাপরায়ণ আসরাফ জাহানারার বিয়ের দিন কবীরকে অপহরণ করে নিয়ে যায়। কী হয় এরপর জাহানারার? সে কি পারবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে? জাহানারা কি পারবে নিজের দিদি রুবিনার জন্য সুবিচার আনতে? বিভিন্ন ঘটনা-উপঘটনা-সহ যাবতীয় টুইস্ট ও সমস্ত প্রশ্নের উত্তর মিলবে মেগার প্রতিটি পর্ব জুড়ে।
মেগায় জাহানারার চরিত্রে রয়েছেন নবাগতা শ্বেতা মিশ্র। বহরমপুরের মেয়ে শ্বেতার এটাই প্রথম মেগা ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখলেন শ্বেতা। রুবিনার চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কে। আসরাফের চরিত্রে রয়েছেন আনন্দ ঘোষ। কবীরের ভূমিকায় রয়েছেন ভিকি দেব। নিজামুদ্দিন শেখ ও আব্দুল খানের চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী ও জয় বদলানী। মেগার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অশ্রুনু মৈত্র। সংলাপ রচয়িতা টুবলু। সিনেমাটোগ্রাফার দেবাশিস চন্দ্র দাস। শুটিং হয়েছে এনটি-১ স্টুডিওতে। ৩ সেপ্টেম্বর থেকে ‘জাহানারা’ শুরু হয়েছে কালার্স বাংলায় সোম থেকে শুক্র রাত ৯টায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.