Advertisement
Advertisement
CID famed Dinesh Phadnis

হৃদরোগে আক্রান্ত ‘সিআইডি’ সিরিয়ালের ‘ফ্রেডরিক্স’! ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে করছেন লড়াই

অভিনেতার আরোগ্য কামনায় অনুরাগীরা।

CID Seial famed actor Dinesh Phadnis Reportedly battling for life after heart attack | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 3, 2023 1:35 pm
  • Updated:December 3, 2023 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত ‘সিআইডি’ সিরিয়ালের ফ্রেডরিক্স তথা অভিনেতা দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis)। মুম্বইয়ের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছে অভিনেতাকে। এমনটাই খবর।

Dinesh-Phadnis-1

Advertisement

বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হন দীনেশ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয় তাঁকে। সূত্রের খবর মানলে, শনিবার অভিনেতার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে বিপদ এখনও কাটেনি বলেই খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: হাঁটু মুড়ে বসে সন্দীপ্তার আঙুলে আংটি পরালেন সৌম্য, বিনিময়ে পেলেন ভালোবাসার চুম্বন ]

১৯৯৮ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সিআইডি সিরিয়ালের সফর শুরু হয়। কুড়ি বছর ছোটপর্দার এই সফর জারি থাকে। দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা টেলিভিশন সিরিজের তকমা পায় তদন্তমূলক এই ধারাবাহিক। এসিপি প্রদ্যুম্ন, দয়ার পাশাপাশি ফ্রেডরিক্সের চরিত্রও বেশ জনপ্রিয় হয়।

CID-Team

সিআইডি ছাড়া ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’, ‘সুপার ৩০’র মতো সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় দীনেশ। নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। অনুরাগীরাও অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে শোনা এও যাচ্ছে, দীনেশ হৃদরোগে আক্রান্ত হননি। অন্য সমস্যা জেরে অসুস্থ হয়ে পড়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dinesh Phadnis (@dineshphadnis)

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর প্রশংসা শুনে কেঁদে ফেললেন ‘লর্ড’ ববি, ভিডিও দেখে মন ভিজল নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement