Advertisement
Advertisement

Breaking News

CID Season 2

অপরাধীরা সাবধান! ৬ বছর বাদে ফিরছে CID, রইল মারকাটারি ঝলক

দর্শক-অনুরাগীদের 'অ্যাড্রিনালিন রাশ' তুঙ্গে!

CID Season 2: After 6 years, CID is set to make a comeback, promo to be out
Published by: Sandipta Bhanja
  • Posted:October 25, 2024 1:54 pm
  • Updated:October 25, 2024 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নস্ট্যালজিয়া অ্যালার্ট! টিভির পর্দায় CID-র প্রত্যাবর্তন। এই টেলি শোয়ের নামটা শুনলেই নস্ট্যালজিয়ায় ভাসেন দর্শকরা। সেই ১৯৯৮ সাল থেকে ছোটপর্দায় পথচলা শুরু। দীর্ঘ দু’ দশক ধরে নির্ধারিত সময়ে টেলিদর্শকদের রগরগে থ্রিলার, গোয়েন্দাগিরি, অ্যাকশন দেখিয়ে নিষ্পলকভাবে বসিয়ে রাখা চারটিখানি কথা নয়। তবে ২০১৮ সালের ২৭ অক্টোবর টিভির পর্দায় শেষবার দেখা গিয়েছিল CID। বছর ছয়েক বাদে এবার অনুরাগীদের জন্য সুখবর!

নতুন মোড়কে টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে CID-র (CID Season 2)। ২৬ অক্টোবর পয়লা টিজার প্রকাশ্যে আনার আগের দিন ২৫ তারিখ, শুক্রবার মারকাটারি ছোট্ট ঝলক উন্মোচন করলেন শোয়ের নির্মাতারা। যেখানে দয়া শেট্টি, শিবাজি শতমের পাশাপাশি আদিত্য শ্রীবাস্তবকেও দেখা গেল অ্যাকশন মোডে। যা দেখে আপাতত দর্শক, অনুরাগীদের দুধের স্বাদ গোলে মিটলেও উত্তেজনায় ফুটছেন তাঁরা।

Advertisement

এসিপি প্রদ্যুম্নের টিম এবং দয়া, অভিজিতের রহস্য অভিযান আর টানটান উত্তেজনার বিষয়টা টেলিপর্দায় মিস করছিলেন দর্শকরা। তবে এবার অ্যাড্রিনালিন রাশের সময় এসে গিয়েছে। বছর ছয়েক বাদে মারকাটারি অবতারে ফিরছে টিম CID। বছর দুয়েক আগেই অবশ্য CID-র প্রত্যাবর্তনের খবর শোনা গিয়েছিল। তবে জল্পনা এবার সত্যি হল ছোট্ট টিজারে। টিজারের কমেন্ট বক্সে অনেকেই নিজেদের উত্তেজনা, আবেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এল।’ আবার অন্য আরেকজন লেখেন, ‘উত্তেজনার পারদ তুঙ্গে।’ কারও মন্তব্য, ‘আমি বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement