সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় ফিরছেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। তাও আবার শাশুড়ি হয়ে। তবে দজ্জাল নয়, এবার ব্যতিক্রমী শাশুড়ি হিসেবেই দেখা যাবে অভিনেত্রীকে। প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’র প্রোমো। যাতে বউমার জন্য সৎ ও সুযোগ্য পাত্র খুঁজতে দেখা যাচ্ছে চুমকি চৌধুরীর চরিত্রকে।
আটের ও নয়ের দশকে পারিবারিক ছবি মানেই পরিচালক অঞ্জন চৌধুরী। তাঁরই মেয়ে চুমকি চৌধুরী। বাবার ছবির মাধ্যমেই টলিউডে পথ চলা শুরু করেন অভিনেত্রী। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ইন্দ্রজিৎ’, ‘মায়া মমতা’, ‘মেজো বউ’, ‘লোফার’, ‘সন্তান’, ‘জীবন নিয়ে খেলা’র মতো ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
তবে এখন ছোটপর্দাতেই বেশি কাজ করেন চুমকি চৌধুরী। শেষবার ‘গঙ্গারাম’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্র। ধারাবাহিকের আগাম ঝলকে দেখা যাচ্ছে, বউমার জন্য সুযোগ্য পাত্র খুঁজছে চুমকি চৌধুরীর চরিত্র। কারণ তাঁর ছেলে বউমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে।
View this post on Instagram
চুমকি চৌধুরী ছাড়াও নতুন এই সিরিয়ালে রয়েছেন সোহিনী গুহ রায় এবং জেসমিন রায়। চুমকির বউমার চরিত্রে সোহিনীকে দেখা যাবে। আর জেসমিন রয়েছেন মেয়ের ভূমিকায়। কবে থেকে সান বাংলায় এই সিরিয়াল দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে দর্শকদের আশা, সেই দিন খুব শিগগিরিই জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.