Advertisement
Advertisement

Breaking News

Biplab Chatterjee in serial

এবার ছোটপর্দায় বিপ্লব চট্টোপাধ্যায়, দেখা যাবে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের বিশেষ চরিত্রে

স্টার জলসায় কবে দেখতে পাবেন বিশেষ এই এপিসোড?

Biplab Chatterjee is doing a cameo for Mahapeeth Tarapeeth, see pics | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 6, 2021 4:09 pm
  • Updated:December 6, 2021 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapeeth Tarapeeth)  ধারাবাহিকে দেখা যাবে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ককে। 

Actor Biplab Chatterjee

Advertisement

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapeeth Tarapeeth)। ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। প্রতি সপ্তাহেই গল্পে নতুনত্ব রাখার চেষ্টা করা হয়। সেই ধারা বজায় রেখেই বিপ্লব চট্টোপাধ্যায়ের চরিত্রের আগমন ঘটবে। 

[আরও পড়ুন: Priyanka Sarkar: হাসপাতাল থেকে খোলা চিঠি আহত প্রিয়াঙ্কার, অনুরাগীদের বিশেষ বার্তা অভিনেত্রীর]

ধারাবাহিকে বিপ্লব চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম বিষ্ণু দাস। কাহিনি অনুযায়ী, বামাক্ষ্যাপা জানতে পারবেন, তাঁর ভক্ত বিষ্ণু দাসকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গরিব কীর্তনীয়া বিষ্ণু। প্রতিভা থাকা সত্ত্বেও তাঁকে কীর্তনীয়াদের দলে নেওয়া হয়নি। এদিকে গোটা সংসারের দায়িত্ব বিষ্ণুর কাঁধেই। নাতনি রাধারানির বিয়ে নিয়েও চিন্তিত তিনি। ভক্তের পাশে দাঁড়াতে বিষ্ণু দাসের গ্রামে গিয়ে উপস্থিত হন বামাক্ষ্যাপা।  

Biplab Chatterjee

শোনা যাচ্ছে, ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের মঙ্গলবার ও বুধবারের এপিসোডে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায় অভিনীত এই পর্ব।  সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে সাতের দশকে নিজের কেরিয়ার শুরু করেন বিপ্লব চট্টোপাধ্যায়। তারপর একের পর এক সিনেমায় অভিনয় করে গিয়েছেন। বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক হয়ে ওঠেন তিনি। ২০২০ সালে জিৎ, আবির, নুসরত অভিনীত ‘অসুর’ সিনেমায় দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। এবার ছোটপর্দায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। 

এর আগে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেন উত্তমকুমারের নাতি তথা বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় করা পর্বে চারণ কবি মুকুন্দ দাসের চরিত্রও দেখা গিয়েছিল। এছাড়াও সিরিয়ালে অঘোরানন্দ’র ভূমিকায় রয়েছেন রঙ্গমঞ্চের দাপুটে অভিনেতা গৌতম হালদার।

[আরও পড়ুন: জমকালো আয়োজন নয়, সাবেকি বাঙালি সাজে বিয়ে করলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement